ফরিদপুরে হেফাজতের সভাপতি মাওলানা জহুরুল হকের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন হিফাজতে ইসলামের আহবায়ক "আল্লামা নুর হোসাইন কাসেমী" তিনি বলেন স্বাধীনতা ও আলেম-ওলামাদের রক্ষার জন্যই আমাদের ১৩ দফা। আগামী ৫ মে ঢাকায় তৌহিদী জনতার ঢল নামবে। নাস্তিক-মুরতাদ’দের দেশে ঠাঁই হবে না উল্লেখ করে তিনি বলেন, মাহমুদুর রহমানের মুক্তিসহ ফরিদপুরের ভাঙ্গায় হত্যা মামলায় হেফাজত কর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার না করলে দেশ অচল করে দেওয়া হবে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তাব্য রাখেন মুফতি ওয়াক্কাস তার বক্তব্যে বলেন, এ সরকার ইউরোপ- আমেরিকার আদর্শের সরকার। এরা নাস্তিকদের অনুকরণে নারীনীতি বাস্তবায়নের পাঁয়তারা করছে। তারা এ দেশকে একটি জারজ রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা করছে।
তিনি প্রশাসনকে সংযত হওয়ার হুশিয়ারি দিয়ে বলেন, ‘‘সরকারের মেয়াদ আর মাত্র ৬ মাস। বাড়াবাড়ি করলে পালাবার পথ পাবেন না।”
মুফতি ফয়েজউল্লাহ বলেন, মাহমুদুর রহমানের গ্রেফতার ও নির্যাতন প্রমাণ করে ইসলামের পক্ষ নিলেই তার ওপর চড়াও হয় সরকার। এমন সরকার কি ক্ষমতায় থাকার অধিকার রাখে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‘আপনারা প্রস্তুতি গ্রহন করুন, আগামী ৫ মে হবে এ সরকারের শেষ দিন। কারো রক্ত চক্ষুকে হেফাজত ভয় করে না। দেশ চালানোর মতো যোগ্যতা ও ক্ষমতা সবই হেফাজত ইসলামের রয়েছে।”
যুনায়েদ আল হাবিব প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘‘ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। ৫ মে আপনার সঙ্গে চূড়ান্ত লড়াই হবে।’’ সরকারের কয়েকজন মন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করে তিনি বলেন, ‘‘আপনারা সোজা হয়ে যান, নইলে কাউকে ছাড় দেওয়া হবে না।’’
No comments:
Post a Comment