ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ২৫ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও ও দেশব্যাপী রোডমার্চ কর্মসুচি দিয়েছেন। গতকাল এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন- দেশে বর্তমানে কলুষিত রাজনীতির বিস্তার চরম পর্যায়ে পৌছেছে। ফলে সাধারণ মানুষ আজ দুর্দশাগ্রস্ত অবস্থায় দিনাতিপাত করছে। ঘরে বাইরে মানুষের জীবন ও সম্পদের কোন নিরাপত্তা নেই, এমনকি মানুষ তার ধর্ম নিয়েও নির্বিঘেœ বসবাস করতে পারছে না। একদল নিকৃষ্ট ও মানসিক ভারসাম্যহীন মানুষ সৃষ্টিকর্তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে আঘাত দিচ্ছে। এসব নাস্তিকদের বিচার ও আল্লাহ-রাসূলের অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আইন পাশ করার দাবী আজ গণদাবীতে পরিণত হয়েছে। গণদাবীকে পাশ কাটিয়ে সরকার যদি গুটিকয়েক নাস্তিক ও তাদের দোসর এদেশের তথাকথিত বুদ্ধিজীবীদের খুশি করতে কাজ করে তবে শুধু নির্বাচনেই নয়, রাজনৈতিক দল হিসেবেও আওয়ামীলীগের কবর রচনা হতে পারে বলে পীর সাহেব চরমোনাই সতর্ক করেন।
তিনি নাস্তিক-মুরতাদদের ব্যাপারে সরকারের নমনীয় আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে উপেক্ষা করলে এর পরিণাম শুভ হবে না, সরকারকে এজন্য চরম মাশুল দিতে হবে। আগামী ২৪ এপ্রিলের মধ্যে সকল নাস্তিক ব্লগারকে গ্রেফতার ও ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আইন পাশ না করলে লক্ষ জনতা চতুর্দিক দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ে অগ্রসর হবে এবং সেখানে কোন অনাকাঙ্খীত পরিস্থিতির সৃষ্টি হলে এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
ইতি মধ্যে দলটি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি সফলে ও ব্যাপক উপস্থিতির টার্গেট নিয়ে ঢাকার সকল থানায় ও পাশ্ববর্তী জেলাসমূহে প্রস্তুতির অংশ হিসেবে দফায় দফায় প্রস্তুতি উপ কমিটির মিটিং চলছে। প্রচারের জন্য পোস্টারিং, দেয়াল লিখন ও জনমত সৃষ্টির লক্ষ্যে জনগণের মাঝে লিফলেট বিতরণ চলছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাংগঠনিক সফর চলছে বিভিন্ন জেলা ও উপজেলায়।
Subscribe to:
Post Comments (Atom)
ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
No comments:
Post a Comment