
Friday, April 19, 2013
ফরিদপুরে লাখ জনতার জনসমুদ্র
ফারিদপুর এখন লাখ জনতার জনসমুদ্রে পরিনত হয়েছে। যদিও আমাদের (হেফাজতে ইসলামের) মুল সমাবেশ কর্যক্রম জুমার নামাজের পর শুরু হয়েছে তবুও দেশের বিভন্ন অঞ্চল এবং বৃহত্তর ফরিদ পুরের বিভন্ন এলাকা থেকে মিছিলের পর মিছিল এসে তা জুমার নামাজের পুর্বেই জনসমুদ্রে পরিনত হয়েছে। অন্তত জুমার নামাজের পুর্বে গোয়ালচামট এলাকার ভাঙ্গা রাস্তার মোড়ে ৫০-৬০ হাজার লোকের সমাগম হয়েছে। এখনও মিছিলের পর মিছিল এসে ঘোটা এলাকা জনসমুদ্রে পরিনত হয়েছে।

Subscribe to:
Post Comments (Atom)
ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
No comments:
Post a Comment