Saturday, April 20, 2013

খুলানাতেও লাখ জনতার ঢল

পুর্বঘোষিত কর্মসুচি অনুযায়ী আজ খুলনা ডাকবাংলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। যদিও মুল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সকাল ১০টা থেকে শুরু হয় তথাপীও আজ শনিবার ফজর নামাজের পর পবিত্র কোরআন তেলাওয়াতে শুরু হয় হেফাজতে ইসলামের মহাসমাবেশ। এতে লাখ মানুষের ঢল নামে। সকাল থেকেই খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকা (বাগেরহাট,রুপ্সা, ডুমুরিয়া, তেরখাদা, চুকনাগর, নওয়াপারা, তালা, পাইকগাছা, আঠারোমাইল, কেশব পুর মনিরামপুর ইত্যাদী স্থান থেকে মিছিলের পর মিছিল আসতে থাকে।



হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা, কালেমা খচিত ও নাস্তিক-ব্লগারদের ফাঁসি চাই সংবলিত প্লাকার্ড নিয়ে সম্মেলনস্থলে হাজির হচ্ছেন।
দুপুর ১২টার মধ্যেই ডাকবাংলো চত্বরসহ আশপাশের সড়ক-মহাসড়কে মানুষের ঢল নামে। সকাল ১০টার মধ্যেই ভরে যায় সমাবেশ চত্বর। খণ্ড খণ্ড মিছিল সহকারে আরও মানুষ সমাবেশস্থলে আসতে থাকে। বেলা যতই বাড়তে ছিল, সমাবেশস্থলে জনসমাগম ততই বাড়ছিল।

সম্মেলনে লোকদের খাবার দেয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন খুলনার ব্যবসায়ী, চাকরিজীবী, বিভিন্ন সামাজিক সংগঠন, গৃহিণী এমনকি দিনমজুররাও। অনেকেই কাজ বন্ধ করে সাধ্যমত খাদ্যসামগ্রী নিয়ে সমাবেশে যেতে দেখা যায়। খাবারের মধ্যে ছিল প্যাকেট বিরিয়ানি, তেহারি, চিড়া, মুড়ি, বিসু্কট, রুটি, কলা, খিরাই, শসা, তরমুজ, বাঙ্গি, বেলের শরবত, স্যালাইন ড্রামে করে মোড়ে মোড়ে খাওয়ানোর দৃশ্য চোখে পড়ার মতো।
ডাকবাংলো এলাকায় তরমুজ বিক্রেতা তরমুজ কাটতে দেখা যায় হাকিম নামের এক তরুণকে। তিনি জানান, সাধারণ মানুষ তরমুজ এনে দিচ্ছে আর আমি তা কেটে কেটে দিচ্ছি। সকাল থেকে দু’শতাধিক তরমুজ এখান থেকেই খাওয়ানো হয়েছে। এরই পাশে অপরজনকে দেখা যায় ড্রামে পানিতে লেবু ও চিনি মিশিয়ে শরবত খাওয়াচ্ছেন।

No comments:

Post a Comment

ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।


 
হেফাজতে ইসলামের ১৩ দফা আন্দোলন নিয়ে সরকার জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিচ্ছে। ধোকা দেয়ার চেষ্টা করছে। সরকারের মনে রাখা উচিত, ধোকাবাজি করে পার পাওয়া যাবে না
---
মাওলানা মুহাম্মদ ইসহাক
বাংলাদেশের নাস্তিকরা ফেরাউন নমরুদের চেয়েও জঘন্য
---
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসীরে কোরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী