আজ বেলা ২ ঘটিকার সময় শুরু হওয়া বরিশাল বিভাগীয় মহাসমাবেশে বিভন্ন বক্তারা দ্বাবি করেছেন যে, রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতায় শাহাবাগের নাস্তিক ব্লগারদের ইসলামের বিরুদ্ধে উস্কে দেয়া হয়েছে। স্বঘোষিত নাস্তিক ব্লগার রাজিবকে শহীদ আখ্যায়িত করা হয়েছে, সংসদে তার প্রতি সম্মান দেখানো হয়েছে। এমনকি শাহবাগীরা ইসলামী রাজনীতি বন্ধের দাবি জানিয়ে সরকারকে স্বারকলিপি দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। ইসলামের নির্দেশনাবলীকে চরমভাবে অবমাননা করা হয়েছে । কোরান সুন্নাহ বিরোধী নারী নীতি, ইসলাম বিরোধী শিক্ষা ণীতি পাশ করা হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে নামাজের সময় বিভিন্নভাবে প্রতিন্ধকতা সৃষ্টি এবং আলেম, ইমাম খতিবদের হক কথা বলার কারণে তাদের উপর অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে। হত্যা, হুমকী-ধমকী, হামলা-মামলার মাধ্যমে তাদের দমিয়ে রাখার অপচেষ্টা ও চাকুরিচ্যুত করা হচ্ছে। কাদিয়ানী এনজিওসহ ইসলাম বিরোধী অপশক্তিকে বিভিন্নভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে। মুসলিম সভ্যতা ও সংস্কৃতি ধ্বংশ করে বিজাতীয় সভ্যতা সংস্কৃতি ও বেহায়পনা বেলাল্লাপনা আমদানী করা হচ্ছে। মঙ্গল প্রদীপ প্রজ্জলন, ভাস্কার্যের নামে মূর্তি স্থপনসহ শেরেকী কর্মকান্ডের মাধ্যমে মুসলিম এদেশটিকে অগ্নি পুজারি ও মূর্তিপুজারিদের দেশ বানানোর চক্রান্ত চলছে। ইসলামের কথা বললেই তাকে মৌলবাদ ও জঙ্গীবাদের অপবাদ দিয়ে এদেশ থেকে চিরতরে ইসলাম উচ্ছেদের ষড়যন্ত্র চালানো হচ্ছে। জঙ্গীবাদ দমনের নামে ইসলাম নির্মূলের উদ্দেশ্যে বিদেশী সৈনিকদের এদেশে ডেকে আনার পাঁয়তারা ছলছে। এদেশের কোটি কোটি তৌহিদী জনতাকে সঙ্গে নিয়ে হেফাজতে ইসলাম শান্তিপূর্ণ উপায়ে দেশ ও ইসলাম বিরোধী এসব অপতৎপরতা বন্ধে বদ্ধ পরিকর।
মহা সমাবেশে বক্তারা আরো বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি এদেশের ১৬ কোটি তৌহিদী জনতার প্রাণের দাবি। এই দাবি আদায়ের লক্ষেই আজকের এই জনসমুদ্র। বাংলাদেশের মুসলমানরা এখন বাতিলের ভয়ঙ্কর থাবায় আক্রান্ত, সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস মুছে দিয়ে ফিরাউনী ও নমরূদী শাসন ব্যবস্থা কায়েমের অপচেষ্টা এ দেশে খোদায়ী গজব অনিবার্য করে তুলেছে। আল্লাহকে কটা করার মতো দুঃসাহস দেখানো হচ্ছে। আমাদের প্রিয় নবী (সাঃ) এবং আমাদের প্রাণ প্রিয় ধর্ম ইসলামের অবমাননা করা হচ্ছে। প্রধানমন্ত্রীকে কটা করার কারনে তার শাস্তির দ্রুত ব্যবস্থা নেয়া হলেও আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে কটা কারীদের শাস্তির আওতায় আনা হয়না কেন। হাইকোর্টের একজন বিচারপতি এ বিষয়টি সহযোগিদের দৃষ্টি আকর্ষণ করতে গেলে তার বিরুদ্ধে সরকারী নির্দেশে জুডিশিয়াল কাউন্সিল গঠন করে হয়রানি মূলক ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সমাবেশে মাওলানা নুর হোসাইন কাসেমী বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির বিরুদ্ধে সরকারের পদহেলন কারী বামপন্থী মিডিয়া নানা অপপ্রচার চালাচ্ছে। আর সরকার ইসলাম বিদ্বেষী এসব মিডিয়াকে পৃষ্ঠপোষকতা করছে। অথচ ইসলামের পক্ষে কথা বলার জন্য মাহমুদুর রহমানকে গ্রেফতার করে রিমান্ডের নামে নির্যাতন করা হচ্ছে। অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তি এবং আমারদেশ পত্রিকার প্রেস খুলে দেয়ার দাবি জানানো হয়।
Subscribe to:
Post Comments (Atom)
ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
No comments:
Post a Comment