Tuesday, April 23, 2013

গার্মেন্টেস'র মহিলা শ্রমিকরাও আমাদের মা, মেয়ে অথবা বোন

আজ বিকাল পাঁচটায় হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর লালবাগ কার্যালয়ে এক জরুরি বৈঠকে ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে ২৭ এপ্রিল আয়োজিত তথাকথিত নারী সমাবেশে গার্মেন্ট শ্রমিকদের ব্যবহারের বিপদ সম্পর্কে আলোচনায় নেতারা বলেন গার্মেন্টেস'র মহিলা শ্রমিকরাও আমাদের মা, মেয়ে অথবা বোন। এদের সব দাবির প্রতি আমাদের সমর্থন রয়েছে। এদের শোষণ করবেন না। এদেরকে ট্রেড ইউনিয়ন করার অধিকার দিন, ৮ হাজার টাকা ন্যূনতম মজুরির যে দাবিতে নারী শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, তা মেনে নিন।

এসময় নেতারা সবক্ষেত্রে কর্মজীবি নারীদের উদ্দেশ্য করে বলেন, আপনারাও মুসলমান। আল্লাহ ও রাসুলকে আপনারাও বিশ্বাস করেন, ভালবাসেন, ইসলাম আপনাদের কর্ম, পেশা ও চাকরিবিরোধী নয়। আপনারা নিজ নিজ কর্মস্থলে, নিজ নিজ পেশায় আত্মনিয়োগ করুন। ইসলামের দুশমনরা মিথ্যা প্রাচরণা চালিয়ে আপনাদের আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কারও প্ররোচনা, প্রলোভন, ভয়-ভীতিতে আপনারা আল্লাহ ও তার রাসুলের বিপক্ষে অবস্থান নিয়ে নিজের ঈমানকে ধ্বংস করে জাহান্নামের দিকে ধাবিত হবেন না।

ইসলামের দুশমনরা মূলত নারীসমাজকে ভোগের সামগ্রী হিসেবে পেতে চায়। নারীদের শ্রমের মজুরি না দিয়ে তারা নারী-পুরুষের বৈষম্যের সমাজ কায়েম করেছে। নারীদের প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত রেখে জোর করে তারা আপনাদের ঢালস্বরূপ ব্যবহার করতে চাচ্ছে। ইসলাম নারীদের যে সম্মান ও ইজ্জত দিয়েছে, তা আর কেউ দিতে পারেনি। তাই হেফাজতে ইসলাম বাংলাদেশের দাবি মেনে নিলে নারীদের ইজ্জত-সম্মান, অধিকার, তাদের কর্ম, পেশা, চাকরি, ন্যূনতম বেতনভাতা—সব কিছুই প্রতিষ্ঠিত হবে। অতএব নারীসমাজকে তাদের ঈমান রক্ষার স্বার্থে তথাকথিত এ সমাবেশে যোগদান না করার আহ্বান জানাচ্ছি।

হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির বিরুদ্ধে মিথ্যা প্রচারণায় এবার সরকার নারীসমাজকে ব্যবহারের হীন তত্পরতার পথে অগ্রসর হয়ে ২৭ এপ্রিল এক নারী সমাবেশের ডাক দিয়েছে। গার্মেন্টস মালিকদের একটি দলবাজ অংশ কারখানা বন্ধ রেখে ইসলামের বিরুদ্ধে নিজেদের হীনস্বার্থ চরিতার্থে নারী শ্রমিকদের স্রেফ জনবল হিসেবে সরবরাহ করতে চায়। এ সমাবেশে নারীদের পাঠানোর যে ভয়াবহ রাজনৈতিক খেলায় গার্মেন্টস মালিকদের যুক্ত করার চক্রান্ত হচ্ছে, তা এ শিল্পের জন্য বিপদ ডেকে আনবে। এরা সেসব মালিক, যারা গার্মেন্টস শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দেয় না, অথচ ইসলামবিরোধী সমাবেশে ম্যানপাওয়ার সাপ্লাইয়ারের দায়িত্ব পালনের উত্সাহ দেখায়। এমন গার্মেন্ট মালিকদের উদ্দেশে তারা বলেন, প্রথমে আপনাদের শিল্পের শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিন। ৮ হাজার টাকা ন্যূনতম মজুরির যে দাবিতে নারী শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, তা মেনে নিন।

No comments:

Post a Comment

ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।


 
হেফাজতে ইসলামের ১৩ দফা আন্দোলন নিয়ে সরকার জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিচ্ছে। ধোকা দেয়ার চেষ্টা করছে। সরকারের মনে রাখা উচিত, ধোকাবাজি করে পার পাওয়া যাবে না
---
মাওলানা মুহাম্মদ ইসহাক
বাংলাদেশের নাস্তিকরা ফেরাউন নমরুদের চেয়েও জঘন্য
---
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসীরে কোরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী