Sunday, April 28, 2013

১৩ দফার বাস্তবায়নের দাবিতে নরসিংদীতে শানে রিসালাত ও মহা সমাবেশে

আজ ২৮ এপ্রিল শনিবার নরসিংদী পৌর ঈদগাহ ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলার উদ্যোগে হেফাজতের তের দফার দাবি বাস্তবায়নের লক্ষ্যে শানে রিসালাত ও মহা সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে অসংখ তৌহিদি জনতার ঢল নামে। সমাবেশ থেকে ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। অন্যথায় ৫ই মে ঢাকাকে সারাদেশ থেকে আলাদা করে দেওয়া হবে বলে ঘোষনা দেওয়া হয় এবং সেই সাথে ৫ই পরবর্তী লাগাতর কর্মসুচি পালনেরও অঙ্গিকার ব্যাক্ত করা হয়।



1 comment:

  1. আপনাদের ১৩ দফা সম্পর্কিত দাবীগুলো নিয়ে মসজিদের ইমাম সাহেবগণ যদি মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তাহলে খুবই ভাল হয়। আর ইমাম সাহেবগণ যেন এই উদ্যোগটি গ্রহন করেন তার জন্য হেফাজতের তরফ থেকে অনুরোধ করা যেতে পারে যেখানে নারী নীতি সম্পর্কিত ৮নং দাবীটি আসলে কীরকম, তা সুন্দরভাবে উপস্থাপনের জন্য চেষ্টা করা, যাতে করে সবাই স্পষ্ট বুঝতে পারে যে এই দাবীটি নারীর জন্য চাকুরী/ব্যবসা কোনটির জন্যই বাধা নয়, এক শ্রেণীর নাস্তিক-মুরতাদ মানুষকে ভূল বুঝাচ্ছে। ধন্যবাদ

    ReplyDelete

ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।


 
হেফাজতে ইসলামের ১৩ দফা আন্দোলন নিয়ে সরকার জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিচ্ছে। ধোকা দেয়ার চেষ্টা করছে। সরকারের মনে রাখা উচিত, ধোকাবাজি করে পার পাওয়া যাবে না
---
মাওলানা মুহাম্মদ ইসহাক
বাংলাদেশের নাস্তিকরা ফেরাউন নমরুদের চেয়েও জঘন্য
---
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসীরে কোরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী