আজ ২৮ এপ্রিল শনিবার নরসিংদী পৌর ঈদগাহ ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলার উদ্যোগে হেফাজতের তের দফার দাবি বাস্তবায়নের লক্ষ্যে শানে রিসালাত ও মহা সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে অসংখ তৌহিদি জনতার ঢল নামে। সমাবেশ থেকে ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। অন্যথায় ৫ই মে ঢাকাকে সারাদেশ থেকে আলাদা করে দেওয়া হবে বলে ঘোষনা দেওয়া হয় এবং সেই সাথে ৫ই পরবর্তী লাগাতর কর্মসুচি পালনেরও অঙ্গিকার ব্যাক্ত করা হয়।
আপনাদের ১৩ দফা সম্পর্কিত দাবীগুলো নিয়ে মসজিদের ইমাম সাহেবগণ যদি মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তাহলে খুবই ভাল হয়। আর ইমাম সাহেবগণ যেন এই উদ্যোগটি গ্রহন করেন তার জন্য হেফাজতের তরফ থেকে অনুরোধ করা যেতে পারে যেখানে নারী নীতি সম্পর্কিত ৮নং দাবীটি আসলে কীরকম, তা সুন্দরভাবে উপস্থাপনের জন্য চেষ্টা করা, যাতে করে সবাই স্পষ্ট বুঝতে পারে যে এই দাবীটি নারীর জন্য চাকুরী/ব্যবসা কোনটির জন্যই বাধা নয়, এক শ্রেণীর নাস্তিক-মুরতাদ মানুষকে ভূল বুঝাচ্ছে। ধন্যবাদ
ReplyDelete