আমরণ অনশনরত আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সঙ্গে সাক্ষাত্ ও অনশন ভাঙানোর চেষ্টা করেও সুযোগ পাননি হেফাজতে ইসলামের ঢাকা এবং কেন্দ্রীয় নেতাদের একটি দল। আজ সন্ধ্যায় হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা নূর হোসাইন কাসেমী, যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, সদস্য সচিব মাওলানা জুনাইদ আল হাবিব, ঢাকা বিভাগীয় প্রচার সম্পাদক মুফতি আহলুল্লাহ অয়াসেল ও মুফতি তৈয়ব প্রমুখ দেখা করার জন্য যান। প্রতিনিধি দল বঙ্গবন্ধু মেডিকেলের কার্ডিয়াক ইমার্জেন্সি বিভাগে গিয়ে সাক্ষাত করার চেষ্টা করেন কিন্ত সেখানে কর্তব্যরত পুলিশ তাদেরকে বাধা দেয়। তারা বলেন মাহমুদুর রহমানের সঙ্গে দেখা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা কারা কর্তৃপক্ষের অনুমতি লাগবে বলে জানিয়ে দেয়া হয়।
এর আগে অনেক চেষ্টা করেও মাহমুদুর রাহমানের সাথে দেখা করার অনুমতি পায়নি কারা কর্তৃপক্ষের কাছ থেকে হেফাজতে ইসলামের এদলটি, অন্যদিকে তারা সাক্ষাতের ব্যাপারে ওপরে যোগাযোগ করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও অনুমতি দেয়নি। এসময় মুফতি ওয়াসেল বলেন, মাহমুদুর রহমান সত্যের সৈনিক। তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে রাখা হয়েছে।
এ সময় প্রতিনিধিকারী দলটি বলেন, মাহমুদুর রহমানের অবস্থা শোচনীয় হওয়ায় আমরা মানবিক কারণে এখানে এসেছি। তাকে বুঝিয়ে অনশন ভাঙানোর চেষ্টা করব, কিন্তু সে সুযোগ দেয়া হয়নি। এরপর তার কিছু হলে সব দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে। তারা আরও বলেন, রোগী দেখা রসুল (সা.)-এর সুন্নত। কিন্তু সরকার মানবিক কাজের পাশাপাশি এই সুন্নত পালনেও বাধা দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, মাহমুদুর রহমান একদিন মুক্ত হবেন এবং ইসলাম ও দেশের খেদমতে নিয়োজিত হবে। সারাদেশের মানুষ তার জন্য দোয়া করছে ও রোজা রাখছে।
প্রসঙ্গত, এর আগে শনিবার খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফকেও অনশন ভাঙানোর সুযোগ দেয়া হয়নি।
Subscribe to:
Post Comments (Atom)
ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
No comments:
Post a Comment