
ঝড়-দূর্যোগ ও আযাব-গজব থেকে জাতিকে রক্ষার জন্য মহান আল্লার দরবারে ফরিয়াদ জানিয়ে চট্টগ্রামে বিশেষ মুনাজাতে শরীক হয়েছেন হাজার হাজার আলেম। আজ বিকেলে দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার ‘জামে বায়তুল আতিক’ প্রধান জামে মসজিদে আধ ঘণ্টা ব্যাপী এই বিশেষ দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলামের আমীর, মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী। মুনাজাতে হাজার হাজার উলামা-মাশায়েখ, মাদ্রাসা ছাত্র ও সাধারণ মানুষ অংশ নেন। মুনাজাতে সরকারী-বেসরকারী কর্মকর্তা, ব্যাবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার অগণিত মানুষও শরীক হন। মুনাজাতে আল্লামা শাহ আহমদ শফী ঘূর্ণিঝড়সহ সকল প্রকার দূর্যোগ ও আজাব-গজব থেকে জাতিকে রক্ষার জন্য মহান আল্লার দরবারে ফরিয়াদ জানিয়ে বলেন, হে আল্লাহ! আপনি এই জাতিকে হেফাজত করুন। এই দেশকে রক্ষা করুন। বর্তমানে দেশে অনেক মানুষ এমনিতেই নানা দূর্যোগ ও অভাবে নিপতিত। অনেক মানুষ খেয়ে- না খেয়ে দিনাতিপাত করছেন। হাজারো সমস্যায় দেশ বর্তমানে জর্জরিত। তিনি আরো বলেন, হে আল্লাহ! আপনি এই জাতির উপর নতুন আর কোন দুর্যোগ পতিত করবেন না। অত্যাসন্ন ঘূর্ণিঝড় থেকে দেশের সহায়-সম্পদ রক্ষা করুন। প্রতিটি মানুষের জান-মালের হেফাজত করুন। এসময় দারুল উলূমের প্রধান মসজিদসহ আশপাশের বিভিন্ন ভবনে অবস্থানকারী মুনাজাতরত হাজার হাজার উলামা-মাশায়েখ ও তৌহিদী জনতার মাঝে আমীন আমীন রবে কান্নার রোল পড়ে যায়।
No comments:
Post a Comment