ঈমানদার মুসলমানরা মিথ্যা কথা বলতে পারে না। যারা আল্লার কোরআন বুকের ভিতর ধারণ করে তারা কখনো কোরআন পোড়াতে পারে না। আমরা তো কোরআন রক্ষর অন্দোলনে নেমেছি। গত ৫ মে কোরআন পোড়ানোর ঘটনার সাথে অহেতুক হেফাজতে ইসলামের ওপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। ৫ মে আমরা যুদ্ধ করতে যায়নি। মুসলমানদের ঈমান রক্ষার কাজ করতে গিয়েছি। ৯০ ভাগ মুসলমানের দেশে একজন মুসলমান থাকা পর্যন্ত নাস্তিকরা এদেশে থাকতে পাবরে না
হেফাজত কখনও শেষ হবে না। হেফাজতের বরকত শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে। এখন ডাক দিলে আগের চেয়ে দ্বিগুণ লোকের সমাগম হবে। ইনশ আল্লাহ। অনেকে মনে করেন মোল্লারা কিছু বুঝে না। মোল্লারা যে, বুঝে তা তারা জানে না। তবে মোল্লারা গদি চায় না, বরং গদিতে যারা আছে তাদেরকে মোল্লা বানাতে চায়।
হেফাজত যা আশা করেছে, চার সিটি কর্পারেশনের নির্বাচনে তা হয়েছে। এজন্য আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করি এবং সামনে অনুষ্ঠিতব্য গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামের খেদমত করার মত লোক নির্বাচিত হওয়ার জন্য দোয়া করি।
আল্লামা শাহ আহমেদ শাফী
আমির
হেফাজতে ইসলাম বাংলাদেশ
Subscribe to:
Post Comments (Atom)
ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
No comments:
Post a Comment