Saturday, April 20, 2013

১৩ দফায় নারীকে গৃহবন্দি করার কথা বলা হয়নিঃ খুলনার মহাসমাবেশে বক্তারা

খুলনার মহাসমাবেশ থেকেও আবার ১৩ দফার কোনোটিতেই নারীকে গৃহবন্দি করার কথা বলা হয়নি উল্লেখ করে বক্তার বলেন, বরং নারীকে তার ঘরে-বাইরে ও কর্মস্থলে উপযুক্ত মর্যাদা দানের কথা ১৩ দফায় বলা হয়েছে।
এর আগে আল্লামা শাহ আহমেদ শাফী হুজুর ১৩ দফা দাবীর বিস্তারিত বর্নানা দিয়েছেলেন (এখানে পড়ুন বিস্তারিত)

গত শুক্রবার বিশেষ মোনাজাত-পূর্ব বয়ানে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী বলেন,নাস্তিক্যবাদীরা আলেম-ওলামার মতো গার্মেন্টের মা-বোনদেরও বোকা বানাতে চাইছে। কারণ, হেফাজতে ইসলাম গার্মেন্টশিল্পের সঙ্গে জড়িত মা-বোনদের স্বার্থ ও নিরাপত্তা রক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়ে ৪ নম্বর দাবি পেশ করেছে। তিনি বলেন, আমাদের চতুর্থ দাবিতে উল্লেখ রয়েছে, দেশের সার্বিক উন্নয়নের জন্য নারী জাতির সার্বিক উন্নতির বিকল্প নেই। এ লক্ষ্যে তাদের নিরাপদ পরিবেশে শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থল, সম্মানজনক জীবিকা ও কর্মজীবী নারীদের ন্যায্য পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে। ঘরে-বাইরে ও কর্মস্থলে নারীদের ইজ্জত-আবু্র ও যৌন হয়রানি থেকে বেঁচে থাকার সহায়ক হিসেবে পোশাক ও বেশভুষায় শালীনতা প্রকাশ ও হিজাব পালনে উদ্বুব্ধকরণসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গত কয়েকদিন থেকে টেলিভিশনের টকশোগুলোতে শুধু ১৩ দফা দাবি মানলে গার্মেন্টসে কর্মরত ৪০ লাখ মহিলা শ্রমিক বেকার হবে বলে প্রচার করা হচ্ছে। ব্লাসফেমি আইন পাস করা হলে দেশের প্রশাসনিক ব্যবস্থা ভেঙ্গে পড়বে প্রচার করা হচ্ছে। অথচ ১৩ দফা দাবিতে এ দুটোর কোনোটিই নেই।

আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী আরো বলেন, সরকার ১৩ দফা দাবি বাস্তবায়নে পদক্ষেপ না নিয়ে নাস্তিকদের রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। একদিকে জাগায় জাগায় খোলা ময়দানে মুসলমানদের ওয়াজ ও তাফসির মাহফিলে বাধা দিচ্ছে, অন্যদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ জনচলাচলের পথ শাহবাগের রাস্তা ইসলাম ও এ দেশের সভ্যতাবিরোধী তত্পরতার জন্য মাসের পর মাস বন্ধ রেখে জনদুর্ভোগ তৈরি করেছে। এ দেশের ইতিহাসে ইসলামবিরোধী এমন অপতত্পরতা এর আগে কেউ দেখেনি। আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, ৬ এপ্রিল লংমার্চের পর সরকারের কিছু মন্ত্রী ও এমপি ১৩ দফা দাবির বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা ১৩ এপ্রিল ১৩ দফার ব্যাখ্যা প্রকাশ করেছি। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। তিনি বলেন, আমরা সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, মুসলমানরা তাদের ন্যায্য এই ১৩ দফা দাবি আদায় ছাড়া ঘরে ফিরবে না।

No comments:

Post a Comment

ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।


 
হেফাজতে ইসলামের ১৩ দফা আন্দোলন নিয়ে সরকার জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিচ্ছে। ধোকা দেয়ার চেষ্টা করছে। সরকারের মনে রাখা উচিত, ধোকাবাজি করে পার পাওয়া যাবে না
---
মাওলানা মুহাম্মদ ইসহাক
বাংলাদেশের নাস্তিকরা ফেরাউন নমরুদের চেয়েও জঘন্য
---
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসীরে কোরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী