পুর্বঘোষিত কর্মসুচি অনুযায়ী আজ খুলনা ডাকবাংলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। যদিও মুল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সকাল ১০টা থেকে শুরু হয় তথাপীও আজ শনিবার ফজর নামাজের পর পবিত্র কোরআন তেলাওয়াতে শুরু হয় হেফাজতে ইসলামের মহাসমাবেশ। এতে লাখ মানুষের ঢল নামে। সকাল থেকেই খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকা (বাগেরহাট,রুপ্সা, ডুমুরিয়া, তেরখাদা, চুকনাগর, নওয়াপারা, তালা, পাইকগাছা, আঠারোমাইল, কেশব পুর মনিরামপুর ইত্যাদী স্থান থেকে মিছিলের পর মিছিল আসতে থাকে।
মহাসম্মেলনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার নাস্তিক ব্লগারদের পক্ষ নিয়ে ইসলামি রেনেসাঁর বিপক্ষে অবস্থান নিয়েছেন। পদ্মা সেতুর চোররা এখন মহাসাধু সেজে হেফাজত ইসলামকে কটাক্ষ করে ৮৫ কোটি টাকার লেনদেনের কাল্পনিক কাহিনী রচনা করেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফকে এ মিথ্যা বক্তব্যের জন্য জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
বক্তারা বলেন, যারা নিজেরা চোর, তারা অপরকেও সবসময় চোর মনে করে। তাদের ১৩ দফা দাবি মধ্যযুগীয় নয় বলে উল্লেখ করে তারা বলেন, যখন আল্লাহর ওপর পূর্ণ আস্থা সংবিধানে ছিল, তখন এ সরকারই ক্ষমতায় ছিল। তবে তারা কি মধ্যযুগীয় সংবিধান দিয়ে দেশ পরিচালনা করেছে? ১৩ দফা দাবি পাশ কাটিয়ে এ সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আগামীতেও এ দাবি উপেক্ষা করে কেউ ক্ষমতায় যেতে পারবে না। নেতারা সম্মেলনে জেলে আটক সব আলেম-ওলামার মুক্তি ও তাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।
সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা মুশতাক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা নূর হোসেন কাসেমী। এতে বক্তৃতা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির অধ্যক্ষ মাওলানা মো. ইসহাক, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, অধ্যক্ষ হাবিবুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা জুনায়েদ আল হাবীব, অ্যাডভোকেট আবদুর রাকীব, মাওলানা মহিউদ্দিন রুহী, মাওলানা জাফর উল্লাহ চৌধুরী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মুজিবর রহমান হামিদী, মুফতি সাখাওয়াত হোসেন, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা মনির আহমেদ, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা মুজিবর রহমান কোরাইশী, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, মাওলানা মমিনুল হক, মাওলানা আবদুল হক কাওসারী, আতাউল্লাহ আমিন, মাওলানা মহিউদ্দিন ইকরাম, মুফতি মাহমুদুল হক, মাওলানা ওয়ালিউল্লাহ নোমানী, মুফতি জিহাদুল ইসলাম, মাওলানা আবদুল মাবুদ, মাওলানা ওসমান গনি, হাফেজ মাওলানা শাহনেওয়াজ, মাওলানা নাসির উল্লাহ, সোলায়মান নোমানী, মাওলানা আবদুল কাদের, মাওলানা জাকারিয়া, মাওলানা আবদুল মান্নান, মুফতি মাওলানা হুসাইন আহম্মদ, মুফতি মাওলানা রেজাউল করীম, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা আবদুল হালিম, মুফতি হোসাইন কাছেমী, মাওলানা আলী আজগর, মাওলানা বেলাল হোসাইন, মুফতি মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মুনিরুল হক, মাওলানা আবু সালেহ, মাওলানা হাবিবুর রহমান সিরাজী, মাওলানা আবদুর রহমান, মাওলানা হেমায়েত উদ্দিন, মাওলানা আমিরুল ইসলাম, হাফেজ মাওলানা আসাদুল্লাহ, হাফেজ মাওলানা ইকবাল হোসেন, মুফতি অলিউল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা আবদুল্লাহ জুবায়ের। হাফেজ কারি মো. সামসুল হক কোরআন তেলাওয়াত করেন। মহাসম্মেলনে ঘোষণাপত্র পাঠ করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন।
Subscribe to:
Post Comments (Atom)
ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
No comments:
Post a Comment