ফরিদপুরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে বক্তারা বলেছেন, ইমান, আকিদা আর ইসলাম রক্ষায় তারা আন্দোলন করছেন। বাংলার মাটিতে নাস্তিক-মুরতাদদের কোনো জায়গা হবে না। আগামী ৫ মে’র মধ্যে যদি ১৩ দফা মেনে না নেয়া হয়, তবে পুরো দেশ অচল করে দেয়া হবে। ক্ষমতায় যাওয়ার জন্য হেফাজতে ইসলাম আন্দোলন সংগ্রাম করছে না; বরং ইসলাম রক্ষার জন্য তারা আন্দোলন করছে। ১৩ দফা সম্পর্কে কেউ কেউ ভুল ব্যাখ্যা দিচ্ছে। বক্তারা ঢাকায় মহাসমাবেশের দিন ফরিদপুরের ভাঙ্গায় হেফাজতে ইসলাম এবং আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে নিহত নওশের খান হত্যা মামলায় আটক হেফাজতে ইসলামীর কর্মী-সমর্থক এবং সারাদেশে আটক তাদের সব নেতাকর্মীর মুক্তি দাবি করেন। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহামুদুর রহমানের মুক্তিও দাবি করেছেন মহাসমাবেশের বক্তারা। ১৩ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন বলে বক্তরা উল্লেখ করেন।
ফরিদপুর শহরের গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশের মূল কার্যক্রম শুরু হয় গতকাল জুমা নামাজের পর বেলা ২টার দিকে। মহাসমাবেশের প্রধান অতিথি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা নূর হোসেন কাশেমী বিকাল ৫টার দিকে মঞ্চে আসেন।
হেফাজতে ইসলাম ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা জহিরুল হকের সভাপতিত্বে মহাসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি ফায়েজুল্লাহ, জুনায়েদ আল হাবিব, মাওলানা মাইনুদ্দিন রুহী, মাওলানা আবদুর রউফ ইউসুফী।
জুমার নামাজের পর মহাসামবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই সমাবেশস্থলে দলে দলে
লোক আসতে থাকে। বিকাল তিনটায় সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মহাসামবেশ পরিণত হয় জনসমুদ্রে। ফরিদপুরের এ জমায়েতকে স্মরণকালের সর্ববৃহত্ সমাবেশ বলে আয়োজকরা দাবি করেছেন।
এদিকে বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বিকাল সাড়ে তিনটায় মহাসমাবশের মঞ্চে এসে উপস্থিত হন এবং হেফাজতে ইসলামের মহাসমাবেশের প্রতি একাত্মতা প্রকাশ করেন।
Subscribe to:
Post Comments (Atom)
ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
No comments:
Post a Comment