
শুক্রবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম মোহাম্মদপুর জোন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক মাঠে বেলা ৩টায় জোন আহ্বায়ক মাওলানা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে হেফাজত নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান বলেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর অবমাননা করলে যদি এদেশে বিচার হয়, তাহলে মহানবীর (সা.) অবমাননা করলে কেন বিচার করা হবে না? তিনি অবিলম্বে নাস্তিক ব্লগারদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়ার দাবি জানান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ, হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আশরাফ আলী নিজামপুরী ও ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক মুফতি মাহফুজুল হক। বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম মোহাম্মদপুর জোনের সদস্য সচিব মাওলানা জালাল উদ্দিন, মহানগর নেতা মাওলানা আবুল কাশেম, মাওলানা আতাউল্লাহ আমিন প্রমুখ।
বিকাল থেকে শুরু হওয়া সমাবেশে মাগরিবের আগে শেষ হয়। তবে মাগরিবের নামাজের পর একই স্থানে অনুষ্ঠিত হয় ওয়াজ মাহফিল। সেখানে ওলামায়ে কেরাম হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফা দাবিকে ঈমানি দাবি হিসেবে উল্লেখ করে এর ব্যাখ্যা দেন।
No comments:
Post a Comment