১৩ দফা দাবির বাস্তবায়ন ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ হেফাজতের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি, আহতদের সুস্থতা কামনা করে হাটহাজারী সহ দেশের সকল কওমী মাদ্রাসা এবং মসজিদ সমুহে গতকাল বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া কামনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দারুল উলুম হাটহাজারী মাদরাসায় খতমে জালালি, খতমে বোখারি, খতমে কোরআনসহ বিশেষ মোনাজাতের কর্মসূচি পালন করা হয়।
হাটহাজারী মাদ্রাসার মোনাজাতে কেন্দ্রীয় নেতা, ওলামা-মাশায়েখসহ মাদরাসার হাজার হাজার ছাত্র ও তৌহিদি জনতা অংশ নেন। মোনাজাতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন পেশার অগণিত মানুষ শরিক হন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, জনসাধারণ ও মুসলমানের জানমালের নিরাপত্তা, দেশের শান্তি-শৃঙ্খলা, আল্লাহ, রসুল ও ইসলাম অবমাননাকারীদের হিদায়াত, ইসলাম অবমাননা ও কুত্সা বন্ধে আল্লাহর গায়েবি মদত কামনা করে আধা ঘণ্টাব্যাপী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।
জুমার নামাজের পর এই বিশেষ দোয়া ও মোনাজাতের ঘোষণা দেয়া হলে আসরের নামাজের নির্ধারিত সময়ের অনেক আগেই সুবিশাল তিনতলাবিশিষ্ট বায়তুল আতিক মসজিদ ভবন কানায় কানায় ভরে যায়। মোনাজাতের সময় মসজিদের সামনের ছেহেনসহ পাশের ছাত্রাবাস ও শিক্ষা ভবনেও অনেককে বসে মোনাজাতে শরিক হতে দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, নায়েবে আমির আল্লামা শামসুল আলম, আল্লামা মুহাম্মদ হারুন, কেন্দ্রীয় নেতা মুফতি জসীম উদ্দীন, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা মুহাম্মদ ওমর, মাওলানা মুহাম্মদ আনাস মাদানী, মাওলানা মুনির আহমদ, মাওলানা শফিউল আলম প্রমুখ।
এ ছাড়া হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়াসহ এলাকা সহ দেশের বিভিন্ন মাদ্রাসা মসজিদে খতম ও বিশেষ মোনাজাত সম্পন্ন হয়।
Subscribe to:
Post Comments (Atom)
ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
No comments:
Post a Comment