মোনাজাত-পূর্ব বয়ানে আল্লামা শাহ আহমদ শফী সরকারের প্রতি হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য উদাত্ত আহবান জানিয়ে বলেন, আমরা শুধু আল্লাহ, আল্লাহর রসুল, কোরআন-হাদিস ও ইসলামের ইজ্জত রক্ষার জন্য কিছু দাবি আপনাদের কাছে পেশ করেছি। মুসলমানদের ঈমান-আকিদা রক্ষা, মা-বোনদের ইজ্জত-আবু্র ও নিরাপত্তার জন্য দাবি পেশ করেছি। এই দাবিগুলো শুধু ওলামা-মাশায়েখদের নয়, দেশের কোটি কোটি মুসলমানের প্রাণের দাবি। অথচ সরকারের মন্ত্রী-এমপিরা মুসলমানের অরাজনৈতিক এই ন্যায্য দাবি পূরণ না করে বরং এর বিরুদ্ধে নানা অপবাদ ও সমালোচনা করছেন। ৯০ ভাগ মুসলমানের দেশে সরকারের কর্তাব্যক্তিদের এমন বক্তব্য দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
আল্লামা শাহ আহমদ শফী বলেন, পত্রিকায় বিবৃতি, মিছিল, মিটিং, সমাবেশ, লংমার্চ ও মহাসমাবেশসহ বিভিন্ন উপায়ে সরকারের কাছে আমরা কোটি কোটি তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে এই দাবিগুলো তুলে ধরেছি। অথচ সরকার গণতান্ত্রিক রীতিনীতি এবং কোটি কোটি মুসলমানের দাবি ও মতামতের প্রতি কোনোরূপ তোয়াক্কা না করে দৃশ্যত গুটিকয়েক নাস্তিকের স্বার্থ রক্ষায় ব্যস্ত আছে। কথিত গণজাগরণ মঞ্চের ইসলামবিদ্বেষী ব্লগারদের শাস্তি না দিয়ে তাদের অপকীর্তি প্রকাশ করায় মাহমুদুর রহমানকে গ্রেফতার করে নির্যাতন করছে। আমার দেশ প্রকাশে সব প্রতিবন্ধকতা তৈরি করেছে।
আহমদ শফী বলেন, ফটিকছড়ির ভূজপুর এলাকায় বহু মসজিদে আজ জুমার নামাজ আদায় হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানির কারণে ইমাম, খতিব, মুয়াজ্জিন ও সাধারণ মুসল্লিরা মসজিদে যেতে সাহস পাচ্ছেন না। সমগ্র উত্তর ফটিকছড়ি এলাকা এখন পুরুষশূন্য হয়ে পড়েছে। বাসা-বাড়িতে নারীরা এখন চরম নিরাপত্তাহীনতায় বসবাস করছেন। তিনি সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মাদরাসার শিক্ষক-ছাত্র ও সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
Subscribe to:
Post Comments (Atom)
ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
No comments:
Post a Comment