Wednesday, April 24, 2013

সাভারে আহতদের জন্য রক্তদানে নিয়োজিত হেফাজতে ইসলাম হাজার হাজার নেতাকর্মী

সাভারে ভবন ধসের মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়িয়েছে হেফাজতে ইসলাম। বিপদের সময় মানবিক দায়িত্ব হিসেবে আহতদের সুচিকিত্সার জন্য প্রয়োজনীয় রক্ত দিতে সাভারসহ বিভিন্ন মেডিকেল সেন্টারের রক্তদান কেন্দ্রে দ্রুত ছুটে যান বিভিন্ন মাদরাসার হাজার হাজার ছাত্র। দুর্ঘটনাস্থল ও বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা। প্রয়োজনে লাখো ব্যাগ রক্ত দিতে তাদের নেতাকর্মীরা প্রস্তুত বলে ঘোষণা দেন তারা। সাভারে ভবন ধসের খবর শোনার পরপরই বিপদগ্রস্তদের পাশে দাঁড়াতে পদক্ষেপ নেন হেফাজতে ইসলাম নেতারা।

বিশেষ করে নারী শ্রমিকরা বিপদে পড়ায় সর্বোচ্চ উদ্যোগ নিয়ে রাজধানীর সব মাদরাসা ছাত্রদের রক্ত দেয়ার জন্য সংশ্লিষ্ট এলাকায় যাওয়ার নির্দেশ দেয়া হয়। সে অনুযায়ী আহতদের সুচিকিত্সার জন্য যে বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন সেই দাবি মেটাতে হেফাজতে ইসলামের উদ্যোগে সাভার-ঢাকাসহ বিভিন্ন স্থানে হাজার হাজার নেতাকর্মী রক্তদান কর্মসূচিতে অংশ নেন। সাভার এনাম মেডিকেলে হাফেজ হাবিবুর রহমানের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী সারিবদ্ধভাবে রক্তদান কর্মসূচিতে অংশ নেন। তাছাড়া মাওলানা মাহফুজুল হকের নেতৃত্বে ঢাকা মেডিকেলে, মাওলানা আবদুর রব ইউসুফীর নেতৃত্বে পঙ্গু হাসপাতালে, মাওলানা যোবায়ের আহমদের নেতৃত্বে আগারগাঁও সন্ধানী হাসপাতালে শত শত নেতাকর্মী আহতদের চিকিত্সার জন্য রক্ত দান করেন। সে সঙ্গে তাত্ক্ষণিকভাবে আয়োজিত বিভিন্ন রক্ত সংগ্রহ ক্যাম্পে গিয়েও হেফাজতে ইসলামের নেতাকর্মী এবং রাজধানীর অন্তত ৩০টি মাদরাসার ছাত্ররা এই মহান কাজে অংশগ্রহণ করেন। তারা সারাদেশের মানুষকে এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান। আহতদের জন্য যদি লাখো ব্যাগ রক্ত লাগে তা দিতে হেফাজত নেতারা প্রস্তুত আছে বলেও সংশ্লিষ্টরা জানান।

এদিকে সাভারের রানা প্লাজায় মর্মান্তিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মহানগর সদস্য সচিব মাওলানা জুনাইদ আল হাবীব, যুগ্ম আহ্বায়ক মাওলানা আবুল হাসানাত আমিনীসহ কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল। এ সময় স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম সাভার থানার আহ্বায়ক মাওলানা আবদুল মান্নান, হাফেজ হাবিবুর রহমান, মাওলানা আবু জাফর, মাওলানা আবদুল্লাহ, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা তাফাজ্জল হকসহ কয়েকশ’ নেতাকর্মী। নেতারা ঘটনাস্থল ছাড়াও এনাম মেডিকেল ও বিভিন্ন ক্লিনিকে গিয়ে আহতদের খোঁজ-খবর নেন ও বিভিন্ন বাড়ি এবং প্রতিষ্ঠানে গিয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, এই ঘটনা মর্মান্তিক ও দেশের ইতিহাসে একটি দুঃখজনক ঘটনা। আমরা দুর্গত এলাকায় ঘুরে মানুষের যে অসহায় অবস্থা প্রত্যক্ষ করেছি তা ভাষায় বর্ণনা করার মতো নয়। আমরা এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য আল্লাহর কাছে কান্নাকাটি করার আহ্বান জানাচ্ছি। আমরা সারাদেশের জনগণকে এই অসহায় লোকদের পাশে দাঁড়ানোর এবং তাদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানাচ্ছি। আমাদের দুঃসময়ে প্রমাণ দিতে হবে মানুষ মানুষের জন্য।

No comments:

Post a Comment

ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।


 
হেফাজতে ইসলামের ১৩ দফা আন্দোলন নিয়ে সরকার জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিচ্ছে। ধোকা দেয়ার চেষ্টা করছে। সরকারের মনে রাখা উচিত, ধোকাবাজি করে পার পাওয়া যাবে না
---
মাওলানা মুহাম্মদ ইসহাক
বাংলাদেশের নাস্তিকরা ফেরাউন নমরুদের চেয়েও জঘন্য
---
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসীরে কোরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী