Thursday, April 25, 2013

সাভারের মর্মান্তিক ঘটনায় নিহতদের মাগফিরাত কামনা ও আহত ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করে হেফাজতে ইসলামের বিভন্ন স্থানে দোয়া মাহাফিল

সাভারের মর্মান্তিক ঘটনায় নিহতদের মাগফিরাত কামনা ও আহত ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করে গতকাল বিকেলে দোয়া মাহফিল করেছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শাখা। এছারা আজ হাটহাজারী মাদ্রাসা সহ দেশের বিভন্ন অঞ্চলের মাদ্রাসা ও মসজিদ সমুহে বিশেষ দোয়া করা হয়। গতকাল বিকালে লালবাগ কার্যালয়ে মাওলানা মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে দেশের বিবেকবান প্রতিটি মানুষকে বিশেষত ইসলামপ্রিয় ও হেফাজতে ইসলামের নেতাকর্মী এবং সমর্থকদের প্রতি আহ্বান জানান নেতারা। তারা বলেন, আপনারা যে যেভাবে পারেন এই দুর্গত মানুষের পাশে দাঁড়ান। তাদের রক্তের প্রয়োজন, খাবারের প্রয়োজন, পানির প্রয়োজন, আপনারা নিজ নিজ উদ্যোগে তাদের সহযোগিতায় এগিয়ে আসুন। নেতারা এই ঘটনার দুঃখ প্রকাশ করে বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিতে কর্মজীবী নারীর জীবন ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বলা হয়েছে, তাদের নিরাপদ পরিবেশে শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থল, সম্মানজন জীবিকা এবং কর্মজীবী নারীদের ন্যায্য পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে। যাবতীয় নারী নিবর্তনমূলক ব্যবস্থা কঠোর হাতে দমন করতে হবে। তারা বলেন, আমাদের এই দাবির প্রতি তোয়াক্কা না করে সরকার ও কিছু নারীবাদী সংগঠন তাদের জীবন ও নিরাপত্তার কোনো ব্যবস্থা না করে বরং তাদের নিজেদের স্বার্থ উদ্ধারে ঢাল হিসেবে রাজনৈতিকভাবে ব্যবহারের অপতত্পরতা চালাচ্ছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, হেফাজতে ইসলামের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে প্রতিবন্ধকতা সৃষ্টির হীন উদ্দেশ্যে আগামী ২৭ এপ্রিল ঢাকায় নারী সমাবেশ ঘটানোর পাঁয়তারা করছে সরকারি মদদপুষ্ট মহল। নেপথ্যে কলকাঠি নাড়ছে রাশেদ খান মেননের মত চিহ্নিত ইসলামবিরোধীরা। আমরা বলতে চাই, রাশেদ খান মেনন শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হওয়ার পর ভিকারুননিসা ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যে কোটি কোটি টাকার ভর্তিবাণিজ্য হয়েছে সে দুর্নীতির খবর গোয়েন্দা রিপোর্টের মাধ্যমেই প্রকাশিত হয়েছিল। এই দুর্নীতিবাজদের দ্বারা নারীদের জীবন, জীবিকা ও কর্মস্থলের নিরাপত্তা বিধান আশা করা অরণ্যে রোদন মাত্র। তারা শুধু নিজেদের স্বার্থ উদ্ধারের জন্যই নারীদের রাজনৈতিক ঢাল হিসেবে রাস্তায় নামাতে চায়। আমরা কর্মজীবী নারীদের লক্ষ্য করে বলতে চাই, আপনারা কারও উসকানিতে বিভ্রান্ত না হয়ে আগামী ২৭ এপ্রিল ঢাকায় নারী সমাবেশে যোগদান না করে নিজ নিজ অবস্থানে থেকে দেশ ও মানুষকে রক্ষার জন্য নফল রোজা রেখে আল্লাহর দরবারে কান্নাকাটি করুন। এ ধরনের কোনো গজব যেন আল্লাহ আমাদের ওপর না দেন, সেজন্য তার দরবারে দোয়া ও মোনাজাত করুন।

মোনাজাত-পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় আরও উপস্থিত ছিলেন মুফতি তৈয়্যেব, প্রচার সেলের প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা আবুল কাশেম, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা নোমান মাজহারী, মাওলানা মহিউদ্দিন ইকরাম, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আবদুল হাই ফারুকী, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা সাইফুল ইসলাম।

উল্লেখ্য, সাভারের রানা প্লাজায় মর্মান্তিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মহানগর সদস্য সচিব মাওলানা জুনাইদ আল হাবীব, যুগ্ম আহ্বায়ক মাওলানা আবুল হাসানাত আমিনীসহ কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল।

No comments:

Post a Comment

ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।


 
হেফাজতে ইসলামের ১৩ দফা আন্দোলন নিয়ে সরকার জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিচ্ছে। ধোকা দেয়ার চেষ্টা করছে। সরকারের মনে রাখা উচিত, ধোকাবাজি করে পার পাওয়া যাবে না
---
মাওলানা মুহাম্মদ ইসহাক
বাংলাদেশের নাস্তিকরা ফেরাউন নমরুদের চেয়েও জঘন্য
---
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসীরে কোরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী