আজ ২৫ তারিখ জাতীয় প্রেস ক্লাবে ইসলামি দলগুলোর উদ্যোগে খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফের সভাপতিত্বে ‘ইসলামে নারী অধিকার ও ১৩ দফা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বক্তার বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা নারীদের মর্যাদা রক্ষার জন্য, তাদের ঘরে বন্দি করে রাখার জন্য নয়। তারা আরও বলেন, এখন দেশে ইভটিজিং, লিভটুগেদার ও গণধর্ষণ বেড়ে গেছে। এটা বন্ধের জন্যই হেফাজত আন্দোলন করছে। জাতিসংঘ ও সরকারের পক্ষ থেকে নারী-পুরুষের অবাধ মেলামেশা না করার জন্য আহ্বান জানানো হয়ে থাকে। অথচ জ্ঞানপাপী একটি চক্র হেফাজতের বিরুদ্ধে অপপ্রচার করছে।
এসময় বৈঠকের শুরুতে সাভার রানা প্লাজায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করা হয়।
বৈঠকে আহমাদুল্লাহ আশরাফ বলেন, এই সরকার একটি জালেম সরকার। তারা নির্বিচারে মানুষ হত্যা করছে। যারা মারা যাচ্ছে তারা মজলুম। আমরা মজলুমের পক্ষে। জালেমদের সঙ্গে ঈমানদাররা কখনও থাকতে পারে না। আমাদের অবশ্যই ইসলামের পক্ষে থাকতে হবে। হেফাজতের ১৩ দফা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ইসলামের গণজাগরণ শুরু হয়েছে। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। সাভারে নিহতদের শহীদ উল্লেখ করে তিনি নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আবদুল লতিফ নেজামী বলেন, হেফাজতের ১৩ দফার একটি দফায় নারী-পুরুষের অবাধ মেলামেশা বন্ধের কথা বলা হয়েছে। জাতিসংঘ এইডস আক্রান্ত হওয়া থেকে বাঁচতে নারী-পুরুষের অবাধ মেলামেশা বন্ধের আহ্বান জানিয়ে থাকে। এমনকি সরকারও এ আহ্বান জানায়। অথচ হেফাজতে ইসলাম বলায় তাকে ভিন্নরূপে প্রকাশ করে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম নারীদের মর্যাদা রক্ষার জন্য আন্দোলন করছে। বর্তমানে দেশে ইভটিজিং, লিভটুগেদার ও গণধর্ষণ বেড়ে গেছে। এতে নারীরা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি বলেন, ইসলামে নারীদের অধিকার দিয়েছে, কিন্তু তাদের কোনো দায়িত্ব দেয়নি। ইসলামে নারীদের যে সম্মান দিয়েছে, তারা যদি তা ভালোভাবে জানত তাহলে তারা আরও বেশি আগ্রহী হতো।
শফিউল আলম প্রধান বলেন, হেফাজতে ইসলাম নারীদের শালীনতা রক্ষার জন্য আন্দোলন করছে। কিন্তু জ্ঞানপাপীরা এটি নিয়ে অপপ্রচার করছে। তারা জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে।
সভায় বক্তারা আরও বলেন, সাভারে হেফাজতের ১৩ দফার বিরুদ্ধে নারীদের ব্যবহার করতে সাভারের রানা প্লাজার গার্মেন্টসগুলোয় যখন বৈঠক করছিল তখনই ধসের ঘটনা ঘটে। তারা আরও বলেন, হেফাজতের ১৩ দফার বিরুদ্ধে ২৭ এপ্রিল সমাবেশে নারীদের ব্যবহার করলে ইসলামের পক্ষের লাখ লাখ শালীন পোশাকের নারীরাও রাজপথে নেমে মৌন প্রতিবাদ জানাবে।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্ত্তজা, আইয়াম্মা পরিষদের সভাপতি মাওলানা মহিউদ্দিন রব্বানী, পীরসাহেব মীরসরাই মাওলানা আবদুর মোমেন নাসেরী, মাওলানা আহমদ আল কাসেমী, খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আবু জাফর কাসেমী, অধ্যাপক আবদুল করিম, মাওলানা এনামুল হক, মাওলানা লোকমান হোসেন প্রমুখ। ‘নারীর সম্মান, নিরাপত্তা ও অধিকার রক্ষায় হেফাজতে ইসলামের দাবি’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী। সভা সঞ্চালনা করেন খেলাফত আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন এবং আরো অনেকে।
Subscribe to:
Post Comments (Atom)
ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
No comments:
Post a Comment