আজ দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় হেফাজতে ইসলাম সিলেট জেলা শাখার একটি প্রতিনিধি দল আল্লামা শাহ আহমদ শফী এর সাথে মতবিনিময় করার জন্য আসেন। মতবিনিময়কালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেন, আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৩ দফা দাবির ব্যাখ্যা (এখানে বিস্তারিত পড়ুন) উপস্থাপন করার পর কোনো বিভ্রান্তির অবকাশ নেই। সরকার সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে ১৩ দফা দাবির অপব্যাখ্যা করে নাস্তিক-মুরতাদদের পক্ষে কথা বলছে। ১৩ দফা নিয়ে সরকারের মন্ত্রী-এমপিদের বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচার চালিয়ে তৌহিদি জনতার এ আন্দোলন বানচাল করা যাবে না।
আল্লাহ, রাসুল (সা.) এবং ইসলামের বিরুদ্ধে কটাক্ষকারী নাস্তিক-মুরতাদ ব্লগারদের সর্বোচ্চ শাস্তির দাবিতে হক্কানি ওলামায়ে কেরামের নেতৃত্বে সারাদেশের ধর্মপ্রাণ মানুষের যে জাগরণ সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই বিফল হতে পারে না। ওরাসাতুল আম্বিয়া হিসেবে দ্বীনি জিম্মাদারি আদায় করতে আমরা আন্দোলনে নেমেছি। আমরা বারবার বলেছি, কাউকে ক্ষমতা থেকে নামানো বা ক্ষমতায় বসানোর জন্য আমাদের আন্দোলন নয়। ঈমান ও দেশ রক্ষার মহান লক্ষ্যে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি পেশ করা হয়েছে। ৬ এপ্রিলের ঢাকা লংমার্চসহ বিভাগীয় মহাসমাবেশগুলোতে মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে বাংলাদেশের ঈমানদাররা আল্লাহ ও রাসুল (সা.)-এর ইজ্জত রক্ষায় নিজেদের জীবন দিতে পারে; কিন্তু ইসলামের ওপর কোনো ধরনের আঘাত তারা বরদাশত করবে না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সরকার এ বাস্তবতা উপলব্ধি করতে পারছে না।
এসময় ৫ মে ঢাকা অবরোধসহ হেফাজতে ইসলামের সব কর্মসূচি বাস্তবায়নে হক্কানি ওলামায়ে কেরামের ইস্পাতকঠিন ঐক্যের মাধ্যমে রাজপথে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
Subscribe to:
Post Comments (Atom)
ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
No comments:
Post a Comment