আজ দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় হেফাজতে ইসলাম সিলেট জেলা শাখার আট সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আল্লামা শাহ আহমদ শফী এর সাথে মতবিনিময় করার জন্য আসেন। মতবিনিময়কালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফী সাভারের রানা প্লাজার দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, সমাজে যখন আল্লাহর নাফরমানি বেড়ে যায়, তখন ঈমানদারদের সতর্ক করার জন্য আল্লাহর গজব হিসেবে ভূমিধস, সুনামি ও দুর্ভিক্ষ নেমে আসে। এসব দুর্ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দেশবাসীকে তওবা করে আল্লাহর আনুগত্যের পথে ফিরে আসতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লাহাম আহমদ শফীর একান্ত সচিব মাওলানা শফীউল আলম, প্রচার সচিব মাওলানা আনাস মাদানী, হেজাফতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা ফারুক আহমদ প্রমুখ। মতবিনিময়কালে আল্লামা শফী আগামী ৫ মে ঢাকা অবরোধসহ হেফাজতে ইসলামের সব কর্মসূচি বাস্তবায়নে হক্কানি ওলামায়ে কেরামের ইস্পাতকঠিন ঐক্যের মাধ্যমে রাজপথে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
Subscribe to:
Post Comments (Atom)
ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
No comments:
Post a Comment