Friday, April 26, 2013

চট্টগ্রামে নামাজের পর লাখ জনতার জনসমুদ্র

নামাজের পরে লাখো মুসলিম তৌহিদী জনতার সমাবেশ ঘটেছে ইসলামী চত্ত্বর এবং তার পার্শবর্তী এলাকা সমুহে। এখোনো মিছিল নিয়ে তৌহিদী সমাবেশে আসছেন। এতে বিভন্ন ধরনের লেখা সম্মিলিত প্লেকার্ড, ফেষ্টুন দেখা যাচ্ছে। অধিকাংশ প্লেকার্ড বা ফেষ্টুনে ব্লগারদের ফাসী এবং মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি চাওয়া হয়েছে। এছাড়া এখন তৌহিদী জনতা ব্লগারদের ফাসীর দাবী, ১৩ দফা দাবী বাস্তবায়নের বিভন্ন ধরনের স্লোগানে সারা চট্টগাম শহর মুখরিত।



সাভারের দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া মোনাজান করা হয়েছে আজকের চট্টগ্রামের মহাসমাবেশ থেকে। এসময় জনতার আমীন আমীন ধ্বনিতে মুখরিত হয় সাড়া চট্টগ্রাম শহর। এ দোয়া মোনাজাত পরিচালনা করছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা হাফেজ তাজুল ইসলাম, এ দোয়ায় নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা হয়। যেসব উদ্ধার কর্মী দিনরাত পরিশ্রম করে উদ্ধার অভিযান চালাচ্ছেন তাদের জন্যও দোয়া করা হয়।



মহাসমাবেশস্থলের চতুর্দিকে মোতায়েন রয়েছে পুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য। মহাসমাবেশ স্থলের চারিদিকে প্রায় অর্ধকিলোমিটার এলাকায় মাইক স্থাপন করা হয়েছে। কিন্তু জনতার স্রোত এখন মাঠ উপচে একদিকে জিইসি আরেকদিকে লালখানবাজার ইস্পাহানী মোড় এবং কাজীর দেউড়ি পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে।



উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করছেন সংগঠনের নায়েবে আমির আল্লামা হাফেজ তাজুল ইসলাম। মাঠ পর্যায়ের নেতাদের পাশাপশি উদ্বোধনী অধিবেশনে সিনিয়র নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মাঈনুদ্দিন রুহি ও মওলানা আজিজুল হক ইসলামাবাদী ।

No comments:

Post a Comment

ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।


 
হেফাজতে ইসলামের ১৩ দফা আন্দোলন নিয়ে সরকার জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিচ্ছে। ধোকা দেয়ার চেষ্টা করছে। সরকারের মনে রাখা উচিত, ধোকাবাজি করে পার পাওয়া যাবে না
---
মাওলানা মুহাম্মদ ইসহাক
বাংলাদেশের নাস্তিকরা ফেরাউন নমরুদের চেয়েও জঘন্য
---
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসীরে কোরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী