
সাভারের দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া মোনাজান করা হয়েছে আজকের চট্টগ্রামের মহাসমাবেশ থেকে। এসময় জনতার আমীন আমীন ধ্বনিতে মুখরিত হয় সাড়া চট্টগ্রাম শহর। এ দোয়া মোনাজাত পরিচালনা করছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা হাফেজ তাজুল ইসলাম, এ দোয়ায় নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা হয়। যেসব উদ্ধার কর্মী দিনরাত পরিশ্রম করে উদ্ধার অভিযান চালাচ্ছেন তাদের জন্যও দোয়া করা হয়।

মহাসমাবেশস্থলের চতুর্দিকে মোতায়েন রয়েছে পুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য। মহাসমাবেশ স্থলের চারিদিকে প্রায় অর্ধকিলোমিটার এলাকায় মাইক স্থাপন করা হয়েছে। কিন্তু জনতার স্রোত এখন মাঠ উপচে একদিকে জিইসি আরেকদিকে লালখানবাজার ইস্পাহানী মোড় এবং কাজীর দেউড়ি পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করছেন সংগঠনের নায়েবে আমির আল্লামা হাফেজ তাজুল ইসলাম। মাঠ পর্যায়ের নেতাদের পাশাপশি উদ্বোধনী অধিবেশনে সিনিয়র নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মাঈনুদ্দিন রুহি ও মওলানা আজিজুল হক ইসলামাবাদী ।
No comments:
Post a Comment