আমার দেশের ছাপাখানা খুলে দিনঃ আশরাফ আলী নিজামপুরি
হেফাজতে ইসলামের চট্টগ্রামের স্মরন কালের ইতিহাসের সর্ববৃহৎ সমবেশে একের পর এক বক্তারা বক্তাব্য রেখে যাচ্ছেন। এদের মধ্যে আশরাফ আলী নিজামপুরি, আমার দেশের ছাপাখানা খুলে দিতে এবং আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, আমার দেশের ছাপাখানা খুলে দিন, আমার দেশের ছাপাখানা খুলে না দিলে হেফাজত ইসলাম গিয়ে তালা খুলে আমার দেশ পত্রিকা প্রকাশ করবে। তিনি আরো বলেন সাহসের বাতিঘর মাহমুদুর রহমানের যদি কিছু হয়ে তাহলে সারাদেশ অচল করে দেয়া হবে।
৬ তারিখে থেকে আল্লাহর কুরআনকে বাংলাদেশের সংবিধান হিসাবে ঘোষণা করা হবেঃ মুফতি মোঃ ফয়জুল্লাহ
চট্টগ্রাম বিভাগীয় মহা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মুফতি মোঃ ফয়জুল্লাহ সরকারের ১৩ দফা দাবিকে মেনে নেয়ার প্রতি চাপ দিতে গিয়ে বলেন, ৫ তারিখের মধ্যে যদি ১৩ দফা মেনে নেয়া না হয় তাহলে ৬ তারিখে থেকে আল্লাহর কুরআনকে বাংলাদেশের সংবিধান হিসাবে বাস্তবায়ন করা হবে।
কিছু ক্ষনের আগেই আল্লামা শাহ আহমদ সমাবেশ মঞ্চে এসেছেন। সময় তৌহিদী জনতার ধ্বনীতে সারা শহর প্রকম্পিত হয়।
এখন আল্লামা শাহ আহমদ শাফী বক্তাব্য রাখছেন আমরা বিস্তারিত নিয়ে আসছি কিছু ক্ষন পরে। আমাদের সাথেই থাকুন।
এই সরকার নাস্তিক সরকার তাতে কোন সন্দেহ নাইঃ আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী
তিনি তার বক্তৃতায় বলেন, এই সরকার নাস্তিক সরকার তাতে কোন সন্দেহ নাই। ইসলামী শিক্ষার মেরুদণ্ড ভেঙ্গে দিতে সরকার একমুখি শিক্ষা, নারী নীতিনীতি এবং নাস্তিক ব্লগারদের পৃষ্টপোষকতা করে তারা নাস্তিক্যবাদের প্রমান দিয়েছে। তিনি বলেন, ১৩ দফা না মেনে গদিতে থাকার কোন অধিকার এই সরকারের নাই।
আল্লামা মুফতি মুজাফফর আহমদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, ৯০ % মুসলমানের মনের কথা বাদ দিয়ে আপনি নিজেকে কিভাবে গনতন্ত্রের মানস কন্যা হলেন? হয় সংবিধান সংশোধন করুন, নইলে রেফারেন্ডাম দিন। হয় নাস্তিক মুরদাতদের ফাঁসি দেন, নইলে কিভাবে পালাবেন সেটা ঠিক করুন। তিনি বলেন, আল্লাহর গজব শুরু হয়ে গেছে, সংশোধন হয়ে যান।
রাসূলের শত্রুদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন আল্লামা শাহ আহমদ শাফীঃ আল্লামা হাফেজ আহমদুল্লাহ
আল্লামা হাফেজ আহমদুল্লাহ বলেন, হেফাজতে ইসলামের আমীর সমগ্র বাংলাদেশের অবিসংবাদিত ধর্মীয় নেতা আল্লামা শাহ আহমদ শাফী রাসূলের শত্রুদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন, তাঁর একক নেতৃত্বে সারা দেশের মুসলমান আল্লাহ ও তাঁর রাসূলের শত্রুদের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে রাজপথে নেমে এসেছেন।
হেফাজতে ইসলামের ১৩ দফা সংবিধানবিরোধী নয়ঃ আল্লামা আবদুল মালেক হালিম
আল্লামা আবদুল মালেক হালিম বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা সম্পূর্ণ অরাজনৈতিক, ধর্মীয় এবং সম্পূর্ণ সংবিধান সম্মত দাবি। এসব দাবি কোনোভাবেই সংবিধানবিরোধী নয়। ইতোমধ্যে আমরা তের দফার বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করেছি। তের দফা এদেশের ঈমানদার মুসলমানদের প্রাণের দাবি। এসব দাবি সম্পর্কে বিভ্রান্ত ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বলেন, তের দফার বিপক্ষে অবস্থান নেয়া প্রকারান্তরে আল্লাহ ও রাসূলের অবমাননার পক্ষে তথা নাস্তিকদের পক্ষে অবস্থান নেয়ার শামিল। মদিনা সনদে রাষ্ট্র চলবে প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ বলেন, যদি মদিনা সনদ অনুযায়ী দেশ চালাতে হয় তাহলে প্রথমে আপনাকে পদত্যাগ করতে হয়।
মসজিদের ইমামদের তাড়িয়ে দেয়া হচ্ছে,মাদরাসায় গোয়েন্দা লাগানো হয়েছেঃ মাওলানা মো: ইসহাক
মাওলানা মো: ইসহাক অনেকটা অভিযোগের শুরে বলেন, কোন দোষ ত্রুটি ছাড়াই, শুধু মাত্র হেফাজতে সমার্থক বলে অনেক মসজিদের ইমামদের তাড়িয়ে দেয়া হচ্ছে। বিভিন্ন মাদরাসায় গোয়েন্দা সংস্থার লোকজন গিয়ে নানা হুমকি দিচ্ছে, নির্যাতন চালাচ্ছে। তিনি সরকারের উদ্দেশ্য করে বলেন এসবে কাজ হবেনা উল্লেখ করে তিনি বলেন, ১৩ দফা মানতে সরকারকে বাধ্য করা হবে। ৫ মে প্রমান হবে এদেশের ঈমানদার মুসলমানরা কি চায়।
যদি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী হন তাহলে গণভোট দিয়ে সংবিধান সংশোধন করে হেফাজতে ইসলামের ১৩ দফা বাস্তবায়ন করুনঃ ড. আ.ফ.ম খালিদ
তিনি তার বক্তৃতায় বলেন, প্রয়োজনে গণভোট দিয়ে সংবিধান সংশোধন করে হেফাজতে ইসলামের ১৩ দফা বাস্তবায়ন করতে হবে। জনগণের জন্য সংবিধান; সংবিধানের জন্য জনগণ নয়। গণভোট দিলে প্রমাণিত হবে এদেশের সংখ্যাগরিষ্ঠ জনতার ভোটে হেফাজতে ইসলামের তের দফা নিরঙ্কুশভাবে বিজয়ী হবে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বক্তারা বলেন, যদি প্রকৃতপক্ষে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী হন, সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন। যদি আল্লাহর আযাব ও গজব থেকে নিজেদেরকে এবং দেশবাসীকে রক্ষা করতে চান, তবে আল্লাহ, রাসূল ও ইসলামের পক্ষে অবস্থান নিন। নয়তো আপনার চারপাশের রাম-বাম, ইসলাম বিদ্বেষীদের নিয়ে চিরদিনের মতো ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।
মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ বলেন, আমাদের সংবিধানের মূলনীতিতে আল্লাহর উপর পূর্ন আস্থা ও বিশ্বাস ছিল। কিন্তু সরকার ততা উঠিয়ে দিয়ে ধর্মনিরপেক্ষতা সংযোজন করেছে। সংসদে আইন পাশ করে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পূর্ন:স্থাপন এবং ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান করে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি ঘোষনা দেন।
ঊল্লেখ্য সমাবেশে অধিকাংশ নেতাই, অবিলম্বে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি দিতে হবে। আমার দেশের প্রেস খুলে দিতে সরকারের প্রতি আহবান জানান।
Subscribe to:
Post Comments (Atom)
ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
No comments:
Post a Comment