তিনি প্রধানমন্ত্রীর মদীনা সনদে দেশ চলবে এ উক্তির উদ্দেশ্য করে বলেন, যদি আপনি মদীনা সনদ বাস্তবায়ন করতে চান তাহলে সবার আগে আপনাকেই ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং মুরতাদদের মৃত্যৃদন্ড দিতে হবে।
তিনি সৈয়দ আশরাফের উদ্দেশ্যে বলেন যদি হেফাজত ঢাকা থেকে লেজ গুটিয়ে পালায়নি বরং সরকার যদি ১৩ দফা দাবি মেনে না নেয় তাহলে সরকারকেই লেজ গুটিয়ে পালাতে হবে।
আগামী ৫ তারিখের ঢাকা অবরোধ সফল করার উদ্দেশ্যে আগামী শুক্রবার সারা দেশের সকল মসজিদ থেকে মিছিল বের করার ঘোষণা দেন। তিনি সরকারের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন ৫ তারিখের কর্মসূচিতে যেখানে বাধা দেয়া হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। সত্যের পক্ষে কলমধারী মুজাহিদ মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তিও তিনি দাবী করেন। নাহলে চরম পরিস্থিতি মুখোমুখী হতে হবে তিনি উল্লেখ করেন।
No comments:
Post a Comment