
এছাড়াও তিনি অনতিবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তি ও আমার দেশ-এর ছাপাখানা খুলে দেয়ার দাবি করেন, না দিলে তিনি হুশিয়ারী দিয়ে বলেন দেশের কোটি কোটি তৌহিদি জনতা তালা ভেঙে তা মুক্ত করবে ইনশাল্লাহ।

বিশেষ অতিথি হেফাজত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মো. ফয়েজ উল্লাহ বক্তব্যের শুরুতে সাভারে রানা প্লাজায় পরিকল্পিতভাবে যাদের হত্যা করা হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা, যারা অসুস্থ তাদের সুস্থতার জন্য দোয়া ও তাদের ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানান। তিনি বলেন, গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের কখনও আগুনে, কখনও পিটিয়ে ও গুলি করে হত্যা করা হচ্ছে। তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করলে গুলি করে হত্যা করা হয়। তিনি বলেন, গার্মেন্টস-শ্রমিকদের সব ন্যায্য দাবির সঙ্গে হেফাজতের সমর্থন রয়েছে। হেফাজত সম্পর্কে কুত্সা রটনা করা হচ্ছে। হেফাজত নারীর অধিকার রক্ষায় কোরআন ও হাদিসের আলোকে বদ্ধপরিকর। দেশের ১৬ কোটি মানুষ মনে করে, ১৩ দফা এ দেশের মানুষের স্বাধীনতা ও মুক্তির সনদ। যত দিন ইসলাম থাকবে, তত দিন স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে। যারা দেশ ও ইসলামবিরোধী, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী। যারা ১৩ দফাবিরোধী, তারা বেঈমান। বেঈমানদের সঙ্গে ঈমানদারের লড়াই চলবে। আগামী ৫ মে-র মধ্যে ১৩ দফা দাবি না মানলে সরকার পতন ঘটানো হবে ইনশাল্লাহ। ৯০ ভাগ মুসলমানের দেশে কালো বিড়ালকে সংবিধান সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্র ও ইসলামের বিরুদ্ধে কুত্সা রটাবেন, মুসলমান ঘরে বসে থাকবে, তা হতে দেওয়া হবে না। ৫ তারিখ মহাসমাবেশে বাধা দিলে প্রয়োজনে রাজপথে বসে লাগাতার কর্মসূচি পালন করা হবে। আমার দেশ চালু ও মাহমুদুর রহমানকে মুক্তি না দেওয়া হলে সারা দেশ অচল করে দেওয়ার হুশিয়ারি উচ্চারণ করা হয়।
No comments:
Post a Comment