
হে আল্লাহ! জালেমদের ক্ষমতা থেকে সরিয়ে দিনঃ নায়েবে আমির মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ
নায়েবে আমির মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ সরকারের কড়া সমালোচনা করে বলেন, ইসলামের হেফাজত করতে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে দেশে ইসলামের মহাজাগরণ শুরু হয়েছে। এ জাগরণ থেকে শেখ হাসিনাসহ নাস্তিকরা দেশ থেকে বের হতে পারবে না। তাদের পতন হবে এবং দেশের মানুষ তাদের বিচার করবে। মহাজোট সরকারকে জালেম আখ্যায়িত করে আল্লাহর কাছে দু’হাত তুলে তিনি বলেন, হে আল্লাহ! জালেমদের ক্ষমতা থেকে সরিয়ে দিন।

৫ মে ঢাকা অবরোধ করে হয় শহীদ হবো, নয়তো ক্ষমতা থেকে নাস্তিকদের পরাস্ত করবঃ মুফতি ফয়জুল্লাহ বলেন
মুফতি ফয়জুল্লাহ বলেন, দাবি মেনে নিন; অন্যথায় ৬ মে থেকে আহমদ শফীর নির্দেশে দেশ চলবে। আগামী সংসদে কোরআনের সংবিধান প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে তিনি বলেন, ৫ মে ঢাকা অবরোধ করে হয় শহীদ হবো, নয়তো ক্ষমতা থেকে নাস্তিকদের পরাস্ত করব। মঞ্চে বসা হেফাজতে ইসলাম নেতাদের ভবিষ্যত্ মন্ত্রী হিসেবেও সম্বোধন করেন তিনি।
আল্লাহর গজব শেখ হাসিনার বঙ্গভবনেও আসতে পারেঃ মুফতি তৈয়ব
মুফতি তৈয়ব বলেন, সাভারের মতো আল্লাহর গজব শেখ হাসিনার বঙ্গভবনেও আসতে পারে। তিনি হুমকি দিয়ে বলেন, দাবি না মানলে ৫ মে অবরোধে ঢাকা বিচ্ছিন্ন করে তৌহিদি জনতা বঙ্গভবন দখল করবে।
এছাড়া আবুল হাসানাত আমিনী বলেন, দাবি না মানলে ৬ মে থেকে এ সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার থাকবে না। মুফতি সাখাওয়াত বলেন, আর সময় নিতে পারব না। দাবি না মানলে ৫ মে হবে এ সরকারের শেষ দিন। পরদিন থেকে ওলামায়ে কেরামের নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে। মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, আপনাদের দিন শেষ হয়ে গেছে। এখন থেকে ওলামায়ে কেরামের দিন শুরু। ওলামায়ে কেরামের বিজয় হবেই। জুনায়েদ গুলজার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাবি মানতে কি করতে হয়—তা আমাদের জানা আছে। ৪ মে’র মধ্যে সরকার নাস্তিকদের ফাঁসি না দিলে হেফাজত কর্মীরাই শাহবাগি নাস্তিকদের ধরে এনে বিচার করার হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
No comments:
Post a Comment