আল্লামা শাফীর বক্তব্য এখানে পড়ুন
ঢাকা অবরোধের কর্মসুচী সমুহ দেওয়া হবে এই বগুড়ার মহাসমাবেশ থেকে তাই আমাদের সাথে থাকুন সর্বশেষ আপডেট জানতে...
কেন্দ্রীয় নেতারা এখন মঞ্চে বক্তাব্য রাখছেন- আমরা গুরুত্ব পুর্ন বক্তাব্য গুলো বিস্তারিত নিয়ে আসছি কিছু ক্ষনের মধ্যেই আপনাদের মাঝে।
৫ মে'র আন্দোলন ঈমানী আন্দোলনঃ মুফতী ফয়জুল্লাহ
মুফতী ফয়জুল্লাহ বলেন, শোনা যাচ্ছে ৫ তারিখে নাকি বাধা দেওয়া হবে। কিন্তু পরিস্কার করে বলতে চাই-৫ তারিখের আন্দোলন আমাদের ঈমানী আন্দোলন। এই দিনে যদি কোন বাধা দেওয়া হয় ইনশাল্লাহ যেখানেই বাধা দেওয়া হবে সেখানেই আমাদের প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাল্লাহ।
৫ মে যেখানেই বাধা দেয়া হবে, সেখানেই প্রতিহত করা হবে:জুনাইদ বাবুনগরী
জুনাইদ বাবুনগরী বলেন, আগামী ৫ মে যেখানেই বাধা দেয়া হবে, সেখানেই প্রতিহত করা হবে। যেখানে বাধা, সেখানেই তসবি, জায়নামাজ নিয়ে বসে পড়বেন হেফাজত কর্মীরা। তিনি সরকারকে হুশিয়ার করে দিয়ে বলেন, হেফাজতে ইসলামের বিরুদ্ধে নারীসমাজকে মাঠে নামাবেন না। কারণ হজরত মুসার বিরুদ্ধে নারীদের রাজপথে নামানোর অপরাধে শত্রুরা ধ্বংস হয়ে গেছে। এই সরকার যদি হেফাজতকে ঠেকাতে নারী সমাজকে রাজপথে নামায়, তাহলে এ সরকারও ধসে যাবে।
তিনি বলেন, ডা. ইমরান বলেছে সে নাকি হেফাজত কর্মীদের রক্ত দিয়ে শাহবাগ ধুয়ে দেবে। আমরা বলতে চাই, তুমি কিছুই করতে পারবে না। বরং আমরা নাস্তিকদের রক্তে বাংলার জমিন লাল করে ফেলব। মদিনা সনদের বাস্তবায়নের ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মদিনা সনদ বাস্তবায়ন করতে হলে সবার আগে আপনাকে ক্ষমতা ছাড়তে হবে। সব নাস্তিকের ফাঁসি দিতে হবে। সরকারের চোর মন্ত্রীদের সবার হাত কাটতে হবে। আসলে প্রধানমন্ত্রী মুখে মদিনা সনদের কথা বললেও বাস্তবে রাম আর বামদের সনদ বাস্তবায়ন করছেন। জনতা এই মোনাফেকি সহ্য করবে না বলে তিনি সরকারকে হুশিয়ার করে দেন।
জুনাইদ বাবুনগরী সরকারের স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফের বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, আমরা হেফাজতিরা লেজ গুটিয়ে পালিয়ে যাইনি। বরং সিংহের মতো সারাদেশে গর্জে উঠেছি। আগামী ৫ মে’র অবরোধে সরকারই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। তিনি ঢাকা অবরোধের সময় সঙ্গে শুকনো খাবার, জায়নামাজ ও তসবি সঙ্গে নিয়ে যাওয়ার জন্য হেফাজত কর্মী এবং তৌহিদি জনতার প্রতি আহ্বান জানান। যুগ্ম মহাসচিব জুনাইদ আল হাবিব বলেন, ১৩ দফার বাস্তবায়ন ছাড়া হেফাজতে ইসলাম আর কোনো দাবি করছে না। প্রয়োজনে ১৫শ’ বার সংবিধান সংশোধন করে হলেও এই দাবিগুলা মানতে হবে। এই সরকার আমাদের দাবি না মানলে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। যারা হেফাজত আন্দোলনের বিরোধিতা করবে, তারা খানখান হয়ে যাবে।
নাস্তিক-মুরতাদরা গোটা বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত করেছে তাই তাদের ফাসি দিতে হবেঃ মুফতি আবদুর রহমান
ফতি আবদুর রহমান বলেন, নাস্তিক-মুরতাদরা আল্লাহ ও রাসুল (সা.)-এর বিরুদ্ধে কুত্সা রটনা করে গোটা বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত করেছে। তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। রাসুলের সম্মান রক্ষার আন্দোলন রাজনীতি নয়। এটি একটি ইবাদত। আমরা ইবাদত করি, রাজনীতি করি না। তাই এই আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার পরিণাম শুভ হবে না। তিনি সাভারের মর্মান্তিক ভবন ধসের ঘটনায় শোক জানিয়ে সরকারের উদ্দেশে বলেন, মানবিক বিপর্যয় থেকে বাঁচতে তওবা করে ১৩ দফা মেনে নিন।
চট্টগ্রামে হেলিকাপ্টারে উঠছেন আল্লামা শাফী হুজুর

বগুরায় হেলিকাপ্টার থেকে নামছেন আল্লামা শাফী হুজুর

মিছিলে মিছিলে জনতাঃ


মঞ্চ;

ছবিতে তৌহিদি জনতার একাংশ দেখা যাচ্চেঃ





No comments:
Post a Comment