বগুড়ার সেন্ট্রাল মাঠে আজ অনুষ্ঠিত হয়েছে হেফাজতে ইসলামের বগুড়া জেলার মহা সমাবেশ। এ সমাবেশে প্রধান অতিথী ছিলেন, শায়খুল হাদিস আল্লামা শাহ আহমেদ শাফী। তিনি সমাবেশে তার বক্তৃতায় বলেন, আমি একজন বৃদ্ধ মানুষ, আমার বয়স প্রায় ৯০ বছর। আমি এই বৃদ্ধ বয়সে এখানে এসেছি কেন? নাস্তিকরা মুসলমানদের ঈমান আকিদা নষ্ট করে ফেলেছে। ইসলামকে হেফাজত করার জন্য এই সমাবেশ ডাকা হয়েছে। ইসলামের স্বার্থে আমি বৃদ্ধ মানুষ কষ্ট করে এখানে এসেছি।
১৩ দফা দাবি সম্পর্কে আল্লামা শাফী বলেন, হেফাজতের ১৩ দফা দাবি সংবিদানের সাথে সাংঘর্ষিক নয়। দানি মেনে নেওয়া হবে বললে শুধু হবেনা, দাবি মানার ঘোষনা দিতে হবে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা বেকুব নই, তোমাদের পলিছি বুঝে গেছি তাই আমরা তোমাদের ধোকার শিকার হবনা। প্রয়োজনে ঈমান আকিদা রক্ষায় আমরা শাহাদত বরন করবো। তবে ১৩ দফা দাবি না মানলে দেশ কোথায় যাবে তাও আমি জানিনা।
তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী নিজেকে আস্তিক ও ইমানদার দাবি করেন তাই ওনাকে তওবা করে ১৩ দফা দাবি মানার আহবান জানাই। তওবা করে ঠিক নিয়তে আস্তিকদের সাথে আসুন তাহলে আমরা আপনাকে সম্মান করবো। মনে রাখবেন এটা আস্তিকদের দেশ, নাস্তিকদের দেশ নয় তাই এদেশে নাস্তিকরা থাকতে পারবেনা।
পরিশেষ অবরোধ কর্মসুচী সম্পর্কে আল্লামা শাহ আহমদ শাফী বলেন, আমরা অবরোধ করবো, ভাংচুর করবোনা। আমরা আগেও শান্তিপুর্ন কর্মসুচী পালন করেছি, আবরোধ শান্তুপুর্ন ভাবে করবো।
Subscribe to:
Post Comments (Atom)
ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
No comments:
Post a Comment