বাঁচাও ঈমান বাঁচাও দেশ-আল্লামা আহমদ শফীর নির্দেশ
আসছে আগামী ৫ই মে আল্লামা শাফীর আহবানে, ১৩ দফা দাবি বাস্তবায়নে ঢাকাকে সাড়া দেশ থেকে বিচ্ছিন্ন করার ডাক এসেছে। আসছে ৫ই মে ঢাকা অবরোধ সফল করতে ইতিমধ্যে দেশের ভিবন্ন বিভাগীয় শহর এবং উপজেলা পর্যায়ের শহর গুলোতে সমাবেশ ও কর্মীসম্মেলন সম্পন্ন করা হয়েছে। ঈমানী তাগিদে এসমস্ত সমাবেশ গুলোতে লাখ লাখ তৌহিদী জনতার সাড়া মেলেছে। তাই আমরা আশা করতে পারি বাংলাদেশের এই ইসলামী জাগারন সফল হবেই। যদিও সরকার আমাদের সভা, সমাবেশ ও সম্মেলন গুলোতে পথে পথে বাদা দিয়েছে। কিন্তু তৌহিদী জনতা সকল বাদা ভেঙ্গে ইসলামের ডাকে সাড়া দিয়েছে। ভিবন্ন স্থানে প্রশাসন ও সরকার দলীয় ক্যাডারদের আক্রামনে আমাদের বেশ কিছু নেতা কর্মী আহত হয়েছেন, আমরা মহান রব্বুল আলামিনের কাছে এই সমস্ত দ্বীনি ভাইদের দ্রুত সুস্থতা কামনা করছি। অন্য যে সমস্ত দ্বীনি ভাইদের প্রশাসন গ্রেফতার করেছে আমরা তাদের নিঃশর্ত মুক্তি দ্বাবি করছি।
আমরা মুল কথায় আসি, আমরা সরকারকে ৩ মাস সময় দিয়েছিলাম আমাদের দাবি গুলো মানার জন্য, কিন্তু সরকার আমাদের দাবি গুলো না মেনে বরং হটকারী পদক্ষেপ নিয়েছেন। আমাদের সমাবেশের দিন গুলোতে সরকার উদ্দেশ্য মুলক ভাবে কিছু বাম পন্থি নাস্তিকদের দ্বারা হরতাল দিয়ে আমাদের কর্মসুচী সমুহকে বানচাল করার চেষ্টা করেছে। এমনকি কিছু বামপন্থি নারীদের দিয়ে সমাবেশ করিয়ে জনমত তৈরির চেষ্টা করেছিল। মহান আল্লাহর অশেষ কৃপায় এগুলো সফল হয়নি। তাছাড়া কিছু নামধারী আওয়ামী ওলামা দ্বারা বিভ্রান্ত মুলক বক্তাব্য দিয়ে আমাদের আন্দলোন কে দমাতে চাইছে তাই আল্লামা শাহ আহমদ শাফী ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষে আগামী ৫ই মে ঢাকা অবরোধের ডাক দিয়েছেন। তাই ইমানী তারনায় আমাদের দলমত নির্ভিশেষে এ আন্দোলনে স্বঃত স্ফুর্ত ভাবে সফল করা উচিৎ।
ঢাকার চারপাশে ছয়টি প্রবেশমুখে শান্তিপূর্ণভাবে অবস্থান নেবেন সারাদেশ থেকে আগত লাখ লাখ তৌহিদী জনতা। মুখে আল্লাহর জিকির হাতে জায়নামাজ-তসবিহ ও শুকনো খাবার থাকবে। আগের দিন সন্ধ্যায় সারাদেশের ধর্মপ্রাণ মানুষে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অবস্থানের পয়েন্টে বাধা এলে শান্তিপূর্ণ বসে পড়ার নির্দেশ দেয়া হয়েছে। সরকার বাধা না দিলে অবরোধ চলবে সন্ধ্যা পর্যন্ত। বাধা দিলে অবরোধ দীর্ঘায়িত করাসহ যে কোনো কঠোর সিদ্ধান্ত নেয়া হতে পারে। তার আগে আগামীকাল শুক্রবার রাজধানীর প্রতিটি থানা থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। ঢাকার পাঁচটি স্থানে শুক্রবার সমাবেশও অনুষ্ঠিত হবে।
১. যদি ৪ ও ৫ হরতাল থাকে তাহলে তার পুর্বেই আমরা যারা বিভন্ন শহর থেকে ঢাকার সমাবেশে আসতে চাচ্ছি, তাদেরকে আগেই ঢাকায় এসে উপস্থিত হওয়া।
২. আমাদের সমাবেশ অহিংস তাই কোন প্রকার ভাংচুর না করে রাজপথ দখল করে রাখি।
৩. যতদিন পর্যন্ত না আমাদের দাবি আদায় হবে ততদিন একাধারে রাজপথে অবস্থান করা, সরকার যদি প্রশাসন দিয়ে আমাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে তাহলেও শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত রাজপথে থাকার অঙ্গিকার করা।
৪. সমাবেশে আসার সময় বিভন্ন ধরনের ফেষ্টুন, প্লেকার্ড বহন করা। বাংলা লেখা প্লেকার্ড ফেষ্টুনের সাথে ইংলিশ লেখা প্লেকার্ড ও ফেষ্টুন ব্যাবহার করুন। এতে বিদেশি মিডিয়া গুলো থেকে না বুঝে অপপ্রচার রোধ হবে।
৫. সমাবেশে আসতে নিজ দ্বায়িত্বে জায়নামাজ, তাসবিহ এবং মেসওয়াক নিয়ে আসা।
৬. সাথে শুকানা খাবার রাখা।
৭. কোন মতেই প্রশাসনকে উত্তেজিত না করা।
৮. যারা পাশাপাশি অবস্থান করবেন তাদের উচিৎ অন্য তৌহিদি জনতা তথা মুহাজির ভাইদের খাবার পানি বা শুকনা খাবার দিয়ে সহয়তা করা।
৯. পার্শ্ববর্তী সকলকে বুঝানো যে ১৩ দফায় নারীদের কাজ করতে, নারী শিক্ষা বাধা দেওয়া নি।
আরো বিস্তারিত আসছে
Subscribe to:
Post Comments (Atom)
ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
No comments:
Post a Comment