৫ই মে আমাদের কর্মী, সমার্থক এবং সমাবেশে যোগ দান কারী সকল তৌহিদী জনতাকে কে নিম্ম লিখিত স্পটে অবস্থান করতে বলা হল-
এছাড়া অন্য স্পটগুলোতে কেন্দ্রীয় নেতারা পৃথক পৃথকভাবে নেতৃত্ব দিবেন বলে জানিয়েছেন হেফাজতের । দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
ময়মনসিংহ রোড়
টঙ্গী থেকে জয়দেবপুর চৌরাস্তা (ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক)
যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ নেতৃত্বে এখানে কেন্দ্রীয় নেতারা নেত্তৃত্বে থাকবেন।
চিটগাং রোড়
চিটাগাং রোড - কাচপুর ব্রিজ (যাত্রাবাড়ী থেকে কাঁচপুর সেতু)
কাঁচপুর এলাকায় থাকবেন মাওলানা আজিজুল হক ও মাওলানা আবদুল কাদের সাহেব
আশুলিয়া
আবদুল্লাহপুর, আশুলিয়া রোড এবং বাইপাশ সড়ক, টঙ্গী ব্রিজ
যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ নেতৃত্বে এখানে কেন্দ্রীয় নেতারা নেত্তৃত্বে থাকবেন।
গাবতলী
গাবতলী বাস টারমিনাল - আমিনবাজারের বলিয়ারপুর
আমিনবাজার এলাকায় থাকবেন মাওলানা মামুনুল হক ও মাওলানা নোমান মাজহারী সাহেব।
সিলেট রোড
ঢাকা সিলেট রোড
যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ নেতৃত্বে এখানে কেন্দ্রীয় নেতারা নেত্তৃত্বে থাকবেন।
সদর ঘাট
সদরঘাট, রায়সাহেবের বাজার, নয়াবাজার, বাবুবাজার ব্রিজ,
বাবুবাজার ব্রিজ এলাকায় থাকবেন পীর সাহেব মধুপুর মাওলানা আবদুল হামিদ ও মাওলানা আবু ইউসুফ সাহেব
যাত্রাবাড়ি
যাত্রাবাড়ি-পোস্তগোলা ব্রিজ
যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ নেতৃত্বে এখানে কেন্দ্রীয় নেতারা নেত্তৃত্বে থাকবেন।
মাওয়া ফেরিঘাট
মাওয়া ফেরিঘাট উভয় পার
যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ নেতৃত্বে এখানে কেন্দ্রীয় নেতারা নেত্তৃত্বে থাকবেন।
ডেমরা
যাত্রাবাড়ী থেকে ডেমরা সেতু
ডেমরা থেকে যাত্রবাড়ী এলাকায় নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় নেতা মুফতি ইজহারুল ইসলাম ও মাওলানা আবদুল কুদ্দুস সাহেব।
এছাড়া মহাখালী বাসস্টান্ড সহ ঢাকায় প্রবেশ মুখি অন্যান্য ছোট বড় সড়ক সমুহ।
বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তরগেটে মূল সমাবেশ অনুষ্ঠিত হবে...
Friday, May 3, 2013
Subscribe to:
Post Comments (Atom)
ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
vai awamiligue er hasor to ferauner sathe hobe
ReplyDelete