Wednesday, May 1, 2013

আগামী ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি হবে সরকারের বিদায় ঘন্টা: ওয়াটার লিলির মহাসমাবেশে বক্তারা

পুর্বঘোষিত কর্মসুচী অনুযায়ি হেফাজতে ইসলাম ইউরোপ ১ মে পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে মহাসমাবেশ করেছে। লন্ডন থেকে Delowar Hossain আমাদেরকে email বার্তায় জানিয়েছেন যে, এতে হাজার লোকের জনসমাগম হয়েছিল। এবং এ সম্মেলনে ইউরোপের বিভিন্ন শহর থেকে ওলামায়ে কেরাম যোগ দেন ফলে এক সময় তা ওলামায় কেরামের মিলন মেলায় পরিনত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন হেফজতে ইসলাম ইউরোপের আহ্বায়ক মুফতি শাহ সদর উদ্দিন। এ সম্মেলনে বাংলাদেশ থেকে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সদস্য সচিব মাওলানা জুনায়েদ আল হাবিব টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শায়খুল হাদীস আলস্নামা ইমদাদুল হক, খেলাফত মজলিস ও হেফজতে ইসলাম ইউকের সভাপতি অধ্যাক মাওলানা আবদুল কাদির সালেহ, প্রখ্যাত আলেম মাওলানা আজগর হোসেন, মাওলানা ত্বহর উদ্দিন, মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা শাহ মুহাম্মদ আনাছ, মাওলানা আবদুল জলিল, মাওলানা আবদুর রব, মাওলানা শায়েখ নূরে আলম হামিদী, মাওলানা সৈয়দ ত্বছদ্দক আহমদ, মুফতি আবদুল মুনতাকিম, মুফতি তাজুল ইসলাম, মুফতি সাদিকুর রহমানসহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আগত ওলামায়ে কেরাম। নিম্মে কয়েক জনের বক্তবব্যের সার সংক্ষেপ তুলে ধরা হল-

সরকারকে হয় ১৩ দফা দাবী মানতে হবে-নতুব ক্ষমতা থেকে বিদায় নিতে হবেঃ আল্লামা ইমদাদুল হক
তিনি বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধার্মন্ধ নয়। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের আওয়ামী লীগ সরকার নানা ভাবে ধোকা দেয়ার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী কখনও মদীনার সনদের কথা বলেন আবার কখনও নিজেকে একজন নামাজি মুসলমান হিসাবে জনসমক্ষে জাহির করার চেষ্টা করেন। কিন্তু প্রকাশ্যে নাস্তিক ও ইসলাম বিদ্বেষীদের পক্ষে অবস্থান নিয়েছেন। এতেই সরকারের মুনাফেকি চরিত্র জাতির সামনে পরিষ্কার হয়ে গেছে। তিনি বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশে আজ দাড়ি টুপি নিয়ে মানুষ রাস্তায় বের হতে ভয় পায়। হেফাজতে ইসলামের ১৩ দফা মেনে নিয়ে বাস্তবায়নের দাবী জানিয়ে বলেন, সরকারকে হয় এই দাবী মানতে হবে-নতুব ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।

১৩ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবেঃ মাওলানা আজগর হোসেন
তিনি বলেন, ৯০ শতাংশ মুসলমানের দেশ বাংলাদেশে ইসলাম নিয়ে সরকার চিনিমিনি খেলছে। ওলামায়ে কেরাম দেরিতে হলেও জেগে উঠেছে। ১৩ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আলেমরা দেশের ধর্মপ্রাণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। তিনি বলেন, আগামী ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি হবে সরকারের বিদায় ঘন্টা। সরকার ১৩ মানবে নতুবা ক্ষমতা থেকে বিদায় নেবে এটাই হচ্ছে আমাদের দাবী।

সরকার মদীনার সনদের কথা বলে জনগনের সামনে তামাশা করছেনঃ মাওলানা ত্বহর উদ্দিন
তিনি তার বক্তব্যে বলেন, ওলামায়ে কেরামের আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই। দাবী আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে। ৫ মে ওলামায়ে কেরামের সঙ্গে ধর্মপ্রাণ মুসলমানরাও কর্মসূচিতে অংশ নেবে। সরকার এক দিকে ওলামায়ে কেরামের সঙ্গে আলোচনার কথা বলছে অন্য দিকে নাস্তিকদের দিয়ে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করানো হচ্ছে। এটা হচ্ছে সরকারের মুনাফেকি চরিত্র। এই মুনাফেকি চরিত্রের মাধ্যমে সরকার প্রমান করেছে তারা ইসলামের বড় শত্রু। এই সরকার কখনো ইসলামের পক্ষের সরকার নয়। মদীনার সনদের কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামি কানুন নিয়ে জনগনের সামনে তামাশা করছেন। তার এই তামাশার জবাব মানুষ ৫ মে দিবে।

মাওলানা শোয়াইব আহমদ বলেন, সরকার আগুন নিয়ে খেলা শুরু করছে। এই আগুনে সরকার নিজেই পুড়ে ছাই হয়ে যাবে। এছাড়া আরো অনেকে বক্তব্য রাখেন।

No comments:

Post a Comment

ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।


 
হেফাজতে ইসলামের ১৩ দফা আন্দোলন নিয়ে সরকার জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিচ্ছে। ধোকা দেয়ার চেষ্টা করছে। সরকারের মনে রাখা উচিত, ধোকাবাজি করে পার পাওয়া যাবে না
---
মাওলানা মুহাম্মদ ইসহাক
বাংলাদেশের নাস্তিকরা ফেরাউন নমরুদের চেয়েও জঘন্য
---
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসীরে কোরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী