Tuesday, May 21, 2013

নারায়নগঞ্জে ১৮৪টি মাদ্রাসা থেকে ২০০ এর উপর শিক্ষার্থী নিখোজ রয়েছেন

গত ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জ মাদরাসাগুলোর ২শ’এর বেশি ছাত্র নিখোঁজ রয়েছে বলে প্রথমিক জরিপে জানা গিয়েছে। অধিকাংশ মাদ্রাসা বন্ধ থাকায় সম্পুর্ন জরিপ সম্ভব হচ্ছেনা। উল্লেখ্য আগামী শনিবার নারয়নগঞ্জে অবস্থিত মাদ্রাসা সমুহ খোলা হবে। গত ৫ ও ৬ মে’র সংঘর্ষের পর অনেক অভিভাবক মাদরাসায় গিয়ে তাদের নিখোঁজ সন্তানদের খোঁজ-খবর নিতে হাজির হওয়া অভিবাবকদের প্রথমিক জরিপে এ তথ্য পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে এ সংখ্যা আরো বেশি হবে। অভিভাবকেরা থানা-পুলিশী ঝামেলা এড়াতে ভয়ে কোনো জিডি, মামলার আশ্রয় নিচ্ছেনা।

এছাড়া গত ৫ ও ৬ মের ঘটনার পর হেফাজতে ইসলামের জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মীকে আসামী করে এ পর্যন্ত ২০-২২টি মামলা করায় আমরা প্রকাশ্যে আসতেও ভয় পাচ্ছি।

No comments:

Post a Comment

ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।


 
হেফাজতে ইসলামের ১৩ দফা আন্দোলন নিয়ে সরকার জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিচ্ছে। ধোকা দেয়ার চেষ্টা করছে। সরকারের মনে রাখা উচিত, ধোকাবাজি করে পার পাওয়া যাবে না
---
মাওলানা মুহাম্মদ ইসহাক
বাংলাদেশের নাস্তিকরা ফেরাউন নমরুদের চেয়েও জঘন্য
---
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসীরে কোরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী