১০ মে বিকালে পূর্ব লন্ডনের ঐতিহাসিক ওয়াটার লিলি মিলনায়তনে হেফাজতে ইসলাম ইউকের এন্ড আয়ারলান্ডের উদ্যোগে বাংলাদেশে হেফাজতে ইসলামের ওপর ৫ই মে'র অমানবিক গণহত্যার প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জর্জ গ্যালওয়ে এমপি। এতে বিভিন্ন শহর থেকে ওলামায়ে কেরামরা যোগ দেন। সমাবেশে জজ গ্যালওয়ে এমপি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার হাত এখন নিরীহ জনগণের তাজা রক্তে রঞ্জিত। আ.লীগ আজ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই রক্ত এক সাগর পানি দিয়ে ধোয়া যাবে না। তিনি বলেন, হাসিনার বর্বরতা ইসরাইলি বর্বরতাকেও হার মানিয়েছে। তিনি এ ঘৃণ্য গণহত্যার আন্তর্জাতিক তদন্ত ও সঠিক বিচারকার্যও দাবি করেন। গ্যালওয়ে শাপলা চত্বর ও সাভার হত্যাকাণ্ডের কারণে হাসিনার কমনওয়েলথ সদস্যপদ বাতিলের জোর দাবিও জানান। জর্জ গ্যালওয়ে হেফাজতে ইসলাম ইউরোপের আহ্বায়ক মুফতি শাহ সদর উদ্দিনের নেতৃত্বে হেফাজতে আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতার ওয়াদা ব্যক্ত করেন।
এছাড়াও ওই দিন লন্ডনে আলতাব আলী পার্কে হেফাজতে ইসলাম ইউরোপের উদ্যোগে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ তৌহিদি জনতা বাদজুমা বিভিন্ন মসজিদ থেকে আলতাব আলী পার্কে এসে জড়ো হয়। হেফাজতে ইসলাম ইউরোপের আহ্বায়ক ও জমিয়তে উলামা ইউরোপের সভাপতি শায়খুল হাদিস আল্লাম মুফতি শাহ সদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মুসল্লিদের ওপর সরকারের যৌথবাহিনীর লোমহর্ষক সাঁড়াশি আক্রমণ ও গণহত্যা ২৫ মার্চের কাল রাতের পাকিস্তানি বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে। গণহত্যার এ দায় প্রধানমন্ত্রী কোনোভাবেই এড়াতে পারবেন না। নেতারা ওই হামলার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। এছাড়াও নেতারা হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জোনায়েদ বাবুনগরীকে গ্রেফতার, তার নামে হত্যা মামলা দায়ের ও ৯ দিনের রিমান্ডে নেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
Subscribe to:
Post Comments (Atom)
ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।
No comments:
Post a Comment