Monday, May 13, 2013

খুজে দেখেছেন কি? কেমন আছে ৫ই মে'র বরবর হামলায় আমাদের আহত ভায়েরা

শাপলা চত্বরে গত ৫ মে রাতে হেফাজতে ইসলামের ঘুমন্ত ও আল্লাহর নামে জিকিররত লাখো নেতাকর্মীর ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালায় সরকারি বাহিনী। গভীর রাতে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে চালানো সেই অন্ধকার হত্যাযজ্ঞে ঠিক কত লোক শহীদ এবং কত আহত হয়েছেন তার কোনো সঠিক পরিসংখ্যান এখনও আমাদের কাছে নেই। সেখানে শহীদ হওয়া ইয়াতিম এবং অভিভাবকহীন অনেক কওমী মাদরাসা ছাত্রের খোঁজ নিতে হয়তো কেউ আসবে না কোনো দিন। হয়তবা চিরকাল তারা থেকে যাবেন সব পরিসংখ্যানের বাইরে। তবে যারা সেদিন মাথা-বুক-পেটসহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্য গুলি নিয়ে কোনো মতে এই ‘অভিশপ্ত চত্বর’ ছেড়ে যেতে পেরেছিলেন, তারা এখন কেমন আছেন? কোথায় আছেন? খুজে দেখেছেন কি? এটা আপনার আমার ঈমানী দ্বায়িত্ব।

পুলিশের ভয়ে আহত হাজার হাজার হেফাজতকর্মী রাজধানীর এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশ ও সরকারদলীয় সন্ত্রাসীদের গুলি, ছুরিকাঘাত ও লাঠিপেটায় শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েও তারা প্রয়োজনীয় চিকিত্সা নিতে পারছেন না। প্রথমে হাসপাতালে ভর্তি হলেও ছাত্রলীগ-যুবলীগের গুণ্ডাদের হামলা ও পুলিশের গ্রেফতার এড়াতে অনেককে এখন বাসায় বসে চিকিত্সা নিতে হচ্ছে।

পুলিশ নিয়মিত টহল দেয়ায় বিভন্ন হাসপাতাল কর্তৃপক্ষ এদের ভর্তিও নিচ্ছেননা বা নিতে পারছেননা। উল্লেখ্য ৫ মে রাতে আহতদের বেশিরভাগই তাত্ক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিত্সা নিতে পারেননি। বিশেষ করে ঘটনাস্থলের আশপাশের হাসপাতালগুলোতে হাজার হাজার গুলিবিদ্ধদের পুলিশের ভয়ে প্রাথমিক চিকিত্সা দিয়েই ছেড়ে দেয়া হয়। কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ৫ই মে আহত অন্তত দু’হাজার লোক চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে অপারেশনের পর হাত-পা কাটতে হয়েছে একাধিক জনের। দু’চোখে গুলিবিদ্ধ হয়ে দৃষ্টি হারানো লোকজনও ছিলেন বলে জানিয়ছেন হাসপাতালের সহকারী সুপার নাজমুল আহসান।

এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল এবং আল বারাকা হাসপাতাল সহ রাজধানীর বিভন্ন হাসপাতালে ৫ মে রাতে আহতরা/গুলিবিদ্ধরা চিকিৎসা নিয়েছিল। খুজে দেখেছেনকি কেমন আছে আমাদের সেই ভায়েরা। আপনারা যারা এসমস্ত আহত ভাইদের প্রতিবেশী আছেন আপনাদের উচিৎ প্রতেককে তাদের সাহায্যে এগিয়ে আসা। আমরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানাই হে আল্লাহ এ সমস্ত ভাই দ্রুত আরোগ্য দান কর। যাদের অঙ্গ হানী হয়েছে, তাদের মনোবল দান কর আর যে সমস্ত জালেমরা এই ঘটনা ঘটিয়েছে তাদের তুমি দৃষ্টান্ত মুলক শাস্তি দেও যা দেখে যুগে যুগে কোন জালেম যাতে জুলুম করতে সাহস না পায়।

No comments:

Post a Comment

ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।


 
হেফাজতে ইসলামের ১৩ দফা আন্দোলন নিয়ে সরকার জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিচ্ছে। ধোকা দেয়ার চেষ্টা করছে। সরকারের মনে রাখা উচিত, ধোকাবাজি করে পার পাওয়া যাবে না
---
মাওলানা মুহাম্মদ ইসহাক
বাংলাদেশের নাস্তিকরা ফেরাউন নমরুদের চেয়েও জঘন্য
---
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসীরে কোরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী