Monday, May 6, 2013

আল্লামা শাফি হুজুরকে গ্রেফতার করেছে পুলিশ

আমাদের প্রান প্রীয় হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা শাহ আহমদ শফীকে লালবাগ মাদরাসা কার্যালয় থেকে থেকে গ্রেফতার করে নিয়ে গেছে যৌথ বাহিনী। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা কেহ সঠিক ভাবে বলতে পারছেন না। এখনও মসজিদ ও আশপাশের এলাকায় কান্নার রোল পড়ে আছে।

অবশেষে বাধার মুখে আল্লামা শাফিকে ছেড়ে দিতে বাধ্য হলেন পুলিশ। তাকে এখন হাটহাজারী মাদ্রাসায় পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। ওদিকে হাটাহাজারী মাদ্রাসায় চলছে পুলিশের অবিচারে গুলি।চট্টগ্রামে পৌঁছেছেন হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফী। সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তাকে বহনকারী বেসরকারী রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে আবহাওয়ার কারণে কয়েক দফা যাত্রা বিঘ্নিত হওয়ার পর ফ্লাইটটি সন্ধ্যা পৌনে সাতটার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিকেল সাড়ে তিনটায় ফ্লাইটটি ছাড়ার কথা থাকলেও চট্টগ্রামের আবহাওয়া খারাপ থাকায় পাঁচ দফা তার ফ্লাইট পেছানো হয়।

পুরো সময় বিমানবন্দরেই বসে থাকেন আল্লামা শফী।

তার সঙ্গে হেফাজতের আরো দু’জন নেতা চট্টগ্রাম পৌঁছেছেন। এরা হলেন, আল্লাম‍া শফীর ছেলে আনাস মাদানি এবং ব্যক্তিগত সহকারী শফিউল ইসলাম।

আল্লামা শফীকে আনতে বিমানবন্দরে যাওয়া তার সাবেক ছাত্র রহিম উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘হুজুরকে সরাসরি হাটহাজারীতে নিয়ে যাবার পরিকল্পনা আছে। সেটা সম্ভব না হলে তাকে নগরীতে রাখা হবে

No comments:

Post a Comment

ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।


 
হেফাজতে ইসলামের ১৩ দফা আন্দোলন নিয়ে সরকার জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিচ্ছে। ধোকা দেয়ার চেষ্টা করছে। সরকারের মনে রাখা উচিত, ধোকাবাজি করে পার পাওয়া যাবে না
---
মাওলানা মুহাম্মদ ইসহাক
বাংলাদেশের নাস্তিকরা ফেরাউন নমরুদের চেয়েও জঘন্য
---
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসীরে কোরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী