সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফী পরবর্তী ঘোষণা না দেয়া মতিঝিল ছাড়বে না হেফাজতে ইসলাম। নেতাকর্মী ও সমর্থকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। সন্ধ্যার দিকে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এই ঘোষণা দেন।


এদিকে সন্ধ্যার পর পুলিশ, বিজিবি আরোও বেশী আকারে হামলা করছে। পল্টন মোড়, দৈনিক বাংলা, ফকিরাপুল ও বিজয়নগর এবং মালিবাগ, মৌচাক ও রামপুরা সহ ঢাকা শহরে বিভন্ন অলিতে গলিতে বিনা উসকানিতে আক্রামন করছে, তাছাড়া পল্টন মোড়, দৈনিক বাংলা, গুলিস্তান থেকে কাউকে শাপলা চত্ত্বরে দিকে যেতে দিচ্ছেনা পুলিশ, র্যাব এবং বিজিবি। বিস্তারিত আসছে শিগ্রয়ী-
সর্বশেষ অবস্থাঃ সকাল ৫টা
কিছু শহীদের ছবিঃ




আহতদের একাংশ
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)

একটা কথা শুনেছিলাম: ইসলাম জিন্দা হোতাহ্যায় কারবালাকে বা'দ । কথাটি যদি সত্য হয়ে থাকে তাহলে প্রত্যেকটা মুসলমানকে যেকোন ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তত থাকতে হবে। ৩০ বছরের রাজত্ব কায়েম করা এক ক্ষমতাধর প্রেসিডেন্ট মিশরের হুসনি মোবারক, আরেক একনায়কতন্ত্র লিবিয়িার কর্ণেল গাদ্দাফীদের রাম রাজত্ব যদি খতম হতে পারে, তাহলে বাংলাদেশে কেন হবেনা ? অবশ্যই এই জালেম এবং জানোয়ার সরকারের পতন ঘটাতে হবে। হে আল্লাহ্ তুমি আমাদের সহায় হও। এই বাংলার মাটিতে তুমি ইসলামকে প্রতিষ্ঠিত করে দাও। আমীন ।।।
ReplyDelete