
সমাবেশে বক্তারা বলেন, হাসিনাকে এদেশে পাগলামি করতে দেয়া হবে না বা এ দেশ শেখ হাসিনার পাগলামীর মঞ্চ হতে পারে না। দেশ আজ দু’ভাগে বিভক্ত। একভাগে শেখ হাসিনা সরকারের নেতৃত্বে নাস্তিক, মুরতাদ, খোদাদ্রোহী, কবর পূজারি, কাদিয়ানীরা আর অপরভাগে রয়েছে আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে এ দেশের পীর-মাশায়েখ, আলেম-ওলামা ও দেশপ্রেমিক তওহিদি জনতা।
নাস্তিক-মুরতাদের পক্ষ নিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি নিজেও নাস্তিক। তাকে তওবা করে মুসলমান হতে হবে। নব্বই ভাগ মুসলমানের দেশে তাকে পাগলামি করতে দেয়া হবে না। এদেশ ওলী-আওলিয়াদের দেশ, তওহিদি জনতার দেশ। আল্লাহ ও আল্লাহর রাসুলের কথা যদি শেখ হাসিনার কাছে ভালো না লাগে তাহলে তাকে নাস্তিক, মুরতাদদের সঙ্গে নিয়ে এদেশ থেকে চলে যেতে হবে। দেশে নতুন করে স্বাধীনতাযুদ্ধ শুরু হয়েছে। এ যুদ্ধে তওহিদি জনতা অবশ্যই বিজয়ী হবে।
এসময় নেতারা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি এবং আমার দেশ পত্রিকা চালু করে সরকারের প্রতি আহবান জানানো ছাড়া সাভারে আহত নিহত দের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
মিছিলে মিছিলে মানিকগঞ্জঃ


No comments:
Post a Comment