Friday, May 3, 2013

প্রধানমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তি ও কূটকৌশল মুলকঃ ৫ই মে ঢাকা অবোরোধ হবেই

আজ প্রধানমন্ত্রী গনভবনে এক সংবাদ সম্মেলনে সাভারের ট্রাজেডির দোহাই দিয়ে, ৫ই মে'র অবোরোধ সমাবেশ স্থগিত করার জন্য বলেন। এছাড়াও প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বেশ কিছু দাবী সম্পর্কে তার মনগড়া ব্যাখ্য দিয়ে বিভ্রান্তিমুলক বক্তব্য দিয়েছেন। এর প্রেক্ষিতে আমাদের লালবাগের কার্যালয়ে থেকে সংবাদ সম্মেলনে বলা হয় যে, রধানমন্ত্রীর এসব বক্তব্য স্ববিরোধী, বিভ্রান্তিমূলক ও কূটকৌশলের আশ্রয় এবং ৫ তারিখের ঢাকা অবরোধ কর্মসূচি বহাল থাকবে।

এসময় নূর হোসাইন কাসেমী বলেছেন, কোনো ষড়যন্ত্রই কাল হেফাজতের মহাজাগরণ ঠেকাতে পারবে না। ঢাকা অবরোধে কোনো বাধা দিলে বা অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে। ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি সফলে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার তৌহিদি জনতা ঢাকা অভিমুখে রওনা দিয়েছেন এবং অচিরেই আরও লাখ লাখ মানুষ ঢাকা অভিমুখে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। কিন্তু ঢাকা অবরোধ কর্মসূচি বানচাল করার জন্য সরকার ও তাদের দলীয় ক্যাডার ছাত্রলীগ, যুবলীগ এবং প্রশাসনের মাধ্যমে নানা ষড়যন্ত্র ও অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সরকার এরই মধ্যে দেশব্যাপী পরিবহন সংস্থাগুলোকে তাদের গাড়ি না চালানোর নির্দেশ দিয়েছে। সারাদেশে স্থানীয় আওয়ামী লীগ ও সরকার দলীয় ক্যাডাররা নানাভাবে হুমকি ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। কিন্তু আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, ১৩ দফা মেনে নিন। ভয়ভীতির মাধ্যমে আল্লাহ ও রাসুল প্রেমিকদের দমানো যাবে না। যে কোনো মূল্যে ৫ মে’র ঢাকা অবরোধ কর্মসূচি সফল করা হবেই ইনশাআল্লাহ। সারাদেশ থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের তসবিহ, জায়নামাজ, মিসওয়াক ও শুকনো খাবার নিয়ে ৫ মে ফজরের সময় ঢাকার সবক’টি প্রবেশপথে শান্তিপূর্ণ উপায়ে অবরোধ কর্মসূচি বাস্তবায়নের জন্য ময়দানে নেমে আসার উদাত্ত আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা মুসলমান। আপনারা অন্যায়ভাবে ঈমানী আন্দোলনে অংশগ্রহণকারী কারও ওপর হাত উঠাবেন না। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি সফলের ব্যাপারে সার্বিক সহায়তা করুন। ইসলাম শ্রমিকদের যে অধিকার দিয়েছে তা বাস্তবায়ন হলে এদেশে মালিক-শ্রমিকের বৈষম্যের নিরসন হবে। ৫ মে’র অবরোধ কর্মসূচি প্রত্যাহারের দাবি না করে সর্বস্তরের শ্রমিক সংগঠন রাজপথে নেমে আসুন। পরিবহন ও নৌযান মালিক শ্রমিকদের ৫ মের আগে সারাদেশ থেকে হেফাজতকর্মীদের ঢাকায় আনার এবং ৫ মে সব ধরনের যানবাহন বন্ধ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১৩ দফা বাস্তবায়ন হলে আপনাদের অধিকার সংরক্ষিত হবে। এ জন্য সেদিন ঢাকা অবরোধে মালিক শ্রমিক সবাইকে অংশগ্রহণ করতে হবে। আর অবরোধ সফলে সর্বস্তরের নারীদের ৫ মে রোজা পালন ও দোয়া করার জন্য আহ্বান জানান।

হেফাজতে ইসলাম সরকারের কাছে ব্যাখ্যা বিশ্লেষণসহ ১৩ দফা দাবি পেশ করেছে। সরকার ১৩ দফা মানা তো দূরের কথা বরং তা মানা হবে না বলে ঘোষণা দিচ্ছে। সরকারের এহেন মনোভাবে এদেশের কোটি কোটি মুসলমান চরমভাবে ক্ষুব্ধ। আমরা আবারও জানিয়ে দিতে চাই, ক্ষমতায় থাকতে হলে কিংবা যেতে চাইলে ১৩ দফা মেনেই তা সম্ভব হবে, তাছাড়া নয়। আমরা শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করে যাচ্ছি। ৫ মে’র আগে আমাদের দাবি মানুন, তা না হলে ধর্মপ্রাণ মুসলমানের মহাজাগরণ ঠেকানো সরকারের জন্য কোনোক্রমেই সম্ভব হবে না। আর তার পুরো দায়ভার সরকারকেই বহন করতে হবে। হেফাজতে ইসলামকে পাশ কাটিয়ে ভিন্ন কিছু করার অপচেষ্টা করা হলে এর জন্য চরম মাশুল দিতে হবে।
তিনি দেশ ও ঈমান রক্ষার এই আন্দোলনে ঢাকা মহানগরের সর্বস্তরের মানুষকে ৫ মে সারাদেশ থেকে আগত অবরোধকারীদের ৬ এপ্রিলের মতো অভ্যর্থনা ও আপ্যায়নের জন্য এগিয়ে আসার আহ্বান জানান এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সর্বস্তরের জনগণকে সেদিন ফজরের আগেই ঢাকার সবকয়টি প্রবেশপথ বন্ধ করে অবস্থানের আহ্বান জানান।


No comments:

Post a Comment

ঘোষনাঃ ৫ই মে' এর যে কোন দৃশ্য আপনার মোবাইল ফোন বা ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও যদি থাকে তা নিজ দ্বায়িত্বে অনলাইন এ্যাক্টিভিটিস নেটওয়ার্কের কাছে প্রেরন করুন অথবা আমাদের ইমেইল করুন-
hifazatheislam@gmail.com
আপনার পাঠানো যে কোন তথ্য করতে পারে সত্যকে প্রস্ফুটিত।


 
হেফাজতে ইসলামের ১৩ দফা আন্দোলন নিয়ে সরকার জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিচ্ছে। ধোকা দেয়ার চেষ্টা করছে। সরকারের মনে রাখা উচিত, ধোকাবাজি করে পার পাওয়া যাবে না
---
মাওলানা মুহাম্মদ ইসহাক
বাংলাদেশের নাস্তিকরা ফেরাউন নমরুদের চেয়েও জঘন্য
---
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসীরে কোরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী